এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Illegal Tree Cutting সরকারি জমির গাছ কাটল TMC’র পঞ্চায়েতে মেম্বার !

Published on: August 1, 2024
Illegal Tree Cutting

Illegal Tree Cutting মুর্শিদাবাদের  রেজিনগরের ভাগীরথীর নদীর Bhagirathi River ধার থেকে   গাছ কেটে নেওয়ার  অভিযোগ উঠল এক গ্রাম  পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় ২৬শে জুলাই রেজিনগর Rejinagar  থানায় অভিযোগ দায়ের সেচ দপ্তরের পক্ষ থেকে তৃণমূলের  পঞ্চায়েত সদস্য সহ তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে সম্প্রতি রেজিনগরের রামপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের অন্তগত নারকেল বাড়ি ঘাটের পাশে বেশ কিছু গাছ কাটছিলেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাছ গুলিকে থানায় নিয়ে যাওয়া হয়। সেচ দপ্তরের পক্ষ থেকে এই ঘটনায় পঞ্চায়েত সদস্য বাপি ঘোষ সহ তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now