IIT Professor Beaten মুর্শিদাবাদের ডোমকলের রমনা এতবার নগরের বাসিন্দা ইমন কল্যাণ। ডোমকল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর বাড়ি। ব্যাঙ্কের পাস বই Bank Pass Book হারিয়ে যাওয়ায় ডোমকল থানায় জেনারেল ডায়েরি করতে গিয়েছিলেন। আর সেখানে গিয়ে পুলিশের হাতেই আক্রান্তের বিস্ফোরক অভিযোগ তুললেন আইআইটি খড়গপুরের গবেষক ইমন কল্যাণ। তাঁর অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় গোটা এলাকা। অভিযোগ, ডোমকল থানার পুলিশের একাংশ এসআই এর নেতৃত্বে গবেষককে থানার মধ্যে বেধড়ক মারধর করেছেন।
IIT Professor Beaten আক্রান্ত গবেষকের দেহে আঘাতের চিহ্ন স্পষ্ট। এই ঘটনায় ইমন কল্যাণ অভিযোগ জমা দিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, এবং ডোমকল থানার আইসি ও এসডিওকে। পুরো ঘটনায় মুর্শিদাবাদ পুলিশ সুপার যথাযত তদন্তের আশ্বাস দিয়েছেন।
IIT Professor Beaten ইমান কল্যাণ জানান, ব্যাঙ্কের পাশ বই হারিয়ে যাওয়া General Diary Entry (G.D.E) করতে সোমবার দুপুরে ডোমকল থানায় গিয়েছিলেন। অ্যাপ্লিকেশন, আধার কার্ডের জেরক্স, প্রত্যায়িত কপি পাওয়ার জন্য নথিপত্র জমা দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মী নথি দেখে ব্যাঙ্ক থেকে স্ট্যাম্প মেরে আনতে বলেন। তা সম্ভব ছিল না কারণ SBI account Kharagpur এ। ফলে G.D.E নিতে অস্বীকার করা হয়। কেন নেবেন না? জিজ্ঞাসা করতেই বাদানুবাদ হয়। অভিযোগ, থানার বেশ কিছু কর্মী চড়াও হয়। থানার মেজ বাবু উজ্জ্বল বিশ্বাস (এস আই ডোমকল থানা) ওখানে উপস্থিত হন এবং তাঁর সঙ্গে যেতে বলেন। এরপর আই সি-র ঘরের উল্টো দিকে শেষ দরজা দিয়ে ডানদিকের ঘরে যেতে বলেন। অভিযোগ, ডোমকল থানার পুলিশ এসআই এর নেতৃত্বে বেধড়ক মারধর করেন। ঘরের দরজা বন্ধ করে বেতের লাঠি দিয়ে মারধর করা হয়
IIT Professor Beaten গোটা ঘটনায় ডোমকল থানার পুলিশের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইমন কল্যাণ জানান, এসডিপি ও এবং এসডিও-র কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার সাথে যে যে ব্যক্তি জড়িত তাদের কড়া শাস্তি হোক। বিচার বিভাগীয় তদন্ত হোক। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আর না ঘটে ডোমকল মহকুমায়।