এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

IGNOU 2022: ডাউনলোড করা যাচ্ছে June22 পরীক্ষার হল টিকিট, কীভাবে ডাউনলোড করবেন IGNOU TEE Admit Card Released

Published on: July 20, 2022
ignou hall ticket

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ জুন ২০২২ সেশনের পরীক্ষার হল টিকিট বা অ্যাডমিট প্রকাশ করল ইগনু INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY । ইগনুর ওয়েবসাইটে ডাউনলোড করা যাচ্ছে হল টিকিট। ওয়েবসাইটটি হলঃ http://ignou.ac.in/

এই হল টিকিট প্রিন্ট করে পরীক্ষায় নিয়ে যেতে হবে। হল টিকিট ছাড়া দেওয়া যাবে না পরীক্ষা। এই বছর অফলাইনেই টার্ম এন্ড পরীক্ষা নিচ্ছে ইগনু। ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে এডমিট ডাউনলোডের লিংক। দুটি লিংক থেকে পাওয়া যাবে হল টিকিট। সেগুলি হলঃ
“https://ignouhall.ignou.ac.in/HallTickets/Hall0622/ignouhallticketjune2022.aspx” এবং “http://hall_ticket.ignou.ac.in/ignouhallticketjune2022.aspx”
পরীক্ষার্থীরা এনরোলমেন্ট নাম্বার দিয়ে এডমিট ডাউনলোড করতে পারবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now