মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ রাজ্যে র্যাগিংয়ের বাড়বাড়ন্ত। ইউনিভার্সিটি হোক কিংবা স্কুল অথবা কলেজে এমনকি চাকরি ক্ষেত্রেও বর্তমানে র্যাগিংয়ের দৌরাত্ম সর্বত্র। সম্প্রতি ঘটে যাওয়া যাদবপুরকাণ্ডে প্রায় সমস্ত রাজ্যবাসীকেই নাড়িয়ে দিয়েছে। ইউজিসির ২০১৮ থেকে ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী এপর্যন্ত ২৫ জন পড়ুয়া মারা গিয়েছে র্যাগিংয়ের জেরে। এই পরিসংখ্যান কোথাও গিয়ে প্রশ্ন তুলছে অ্যান্টি র্যাগিং কমিটির ওপর। এমনই পরিস্থিতিতে লালবাজারের তরফ থেকে চালু করা হল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর 1800 345 5678.
আপনি বা আপনার পরিচিত কোনও ব্যক্তির সাথে র্যাগিংয়ের মতো ঘৃণ্য অপরাধমূলক ঘটনা দেখলে সাথে সাথে ফোন করে জানাতে পারবেন প্রশাসনকে, চাইলে আপনার পরিচয়ও গোপন রাখা হবে।