Idris Ali: পঞ্চায়েতে রেট ৩০-৪০ লাখ ! বিস্ফোরক ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এবার বিস্ফোরক ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি । বুধবার ভগবানগোলায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে সামনে আসে তৃণমূলে ফাটল। বুধবার কর্মাধ্যক্ষ নির্বাচনের সভা ছিল ভগবানগোলা ১ পঞ্চায়েত সমিতিতে। সেদিনই  স্থানীয় বিধায়ক ইদ্রিশ আলি অভিযোগ করেন ভগবানগলা ১  ব্লক তৃণমূল  সভাপতি আহসানুর রহমান ওরফে বাপনের বিরুদ্ধে । সেদিন বিধায়কের দাবি ছিল, দলের টাকার বিনিময়ে পদ দেওয়া হচ্ছে। যদিও বিধায়কের কথার জবাব দেন নি ব্লক তৃণমূল সভাপতি। শুক্রবার ফের দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে সরব হলেন ইদ্রিশ আলি।

এবার ফের ভগবানগোলার ২   ব্লকের নেতৃত্বের বিরুদ্ধে একেবারে টাকার বিনিময়ে পদ দেওয়ার  অভিযোগ তুললেন ইদ্রিশ আলি । শুক্রবার  সংবাদমাধ্যমে ইদ্রিশ আলি দাবি করেন,   ২০ তারিখ ভগবানগোলা ১ এর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ঠিক হয়েছিল ।  হঠাৎ দেখা গেল, কর্মাধ্যক্ষের নাম বদলিয়ে  গিয়েছে।  বিধায়কের আরও দাবি, তার কাছে অভিযোগ এসেছে যে টাকার বিনিময়ে এই কাজ হয়েছে।

এরপরই বিধায়ক দাবি করেছেন,  ভগবানগোলা-২ ব্লকের  পঞ্চায়েত সমিতি সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নাম ঠিক করেছিলেন উচ্চতর কমিটির নেতারা।  তবে  ব্লক সভাপতির ‘কারসাজিতে’ সেখানে চলে এসেছে অন্য জনের নাম। বিধায়কের দাবি, সেই  খাম নাকি ছিঁড়ে দেওয়া হয়েছে।   ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির আরও দাবি, এইসব ব্লক সভাপতিদের সরিয়ে দেওয়া দরকার।  এরসাথেই ভগবানগোলার বিধায়ক আরও বলেন,  মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটু সময় দিলে মিটবে এইসব সমস্যা।  বিধায়কের বিবৃতিতে কার্যত অস্বস্তিতে তৃণমূল।