ICSE Results 2022: করোনা জয় করে ভালো ফল ICSE’তে বহরমপুরের পড়ুয়াদের Berhampore ICSE Result

Published By: Madhyabanga News | Published On:

পবিত্র ত্রিবেদীঃ করোনার জেরে ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস করানো যায়নি । কোনও কোনও স্কুলে পরীক্ষার আগে অফলাইনে অর্থাৎ ক্লাসরুমে ছাত্র-ছাত্রীদের নিয়ে এসে পঠন-পাঠন করানো গিয়েছে। এবার ইংরেজি মাধ্যম আইসিএসই ICSE পরীক্ষায় সার্বিকভাবে ভালো ফল করেছে মুর্শিদাবাদ জেলার স্কুলগুলি। সার্বিকভাবে মাধ্যমিক স্তরের এই পরীক্ষায় জেলার পাঁচটি স্কুলের ফলই ভালো । রাজ্য ভিত্তিক মেধাতালিকায় দুজন ছাত্র এই জেলার স্কুল থেকে রয়েছে। কিন্তু, মন ভরেনি স্কুলের ।

এখানকার শিক্ষক শিক্ষিকাদের আক্ষেপ, অফলাইনে ক্লাস করানো হলে হয়তো ফল আরও ভালো হতে পারতো । বহরমপুর মেরি ইমাকুলেট স্কুল MARY IMMACULATE SCHOOL এর অধ্যক্ষা সিস্টার জেসিন্থা সোমবার জানিয়েছেন, ” পড়াশোনা অনলাইন হয়েছে। এবার ভালো ফল হয়েছে। অফলাইনে পড়াশোনা হলে আরো ভালো হতে পারতো । আমরা পরীক্ষার মাসখানেক আগে অফলাইনে ক্লাস করাতে পেরেছিলাম” । একই বক্তব্য বহরমপুর শহরের অন্য একটি স্কুলের এক শিক্ষকের। মেরি ইমাকুলেট স্কুলের ছাত্র ভাস্কর পাঠক 98.8 শতাংশ নম্বর পেয়েছে | রবিবার প্রকাশিত ওই ফল প্রসঙ্গে বহরমপুর ডন বস্কো স্কুলের Don Bosco School অধ্যক্ষ ফাদার সুনীত কিশোর কিরো বলেন, ” আমাদের স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে রুপায়ন মন্ডল। ছাত্রটির প্রাপ্ত নম্বর 98.8 শতাংশ । করোনা অতিমারি পরিস্থিতিকে জয় করে নিজেদের পরিশ্রমের জেরেই ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে” । অন্যদিকে, করোনায় প্রাণ গিয়েছিল মেরি ইমাকুলেট স্কুলের এক ছাত্রীর বাবার । সেই ছাত্রী 71 শতাংশ নম্বর পেয়ে ভালো ফল করেছে। প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে এই ফলের জন্য স্কুল কর্তৃপক্ষের প্রশংসা আদায় করে নিয়েছে সে ।