এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

খোলা আকাশের নিচে আইসিডিএস সেন্টার ফারাক্কায়

Published on: December 28, 2023

নিজস্ব সংবাদদাতা, ফারাক্কাঃ নেই কোন স্থায়ী ভবন, আইসিডিএস কর্মীর বাড়ির উঠনেই চলছে আইসিডিএসের পঠন পাঠন থেকে মিড ডে মিলের রান্না। যদিও সরকারের পক্ষে প্রতিটি গ্রামেই পর্যাপ্ত গ্রাম আইসিডিএস সেন্টার থাকার কথা। সেই সেন্টার আছে কিন্তু নেই ঘর ফারাক্কার পলাশী গ্রামে ৩১৩ নম্বর আইসিডিএস সেন্টারে।১০ বছর ধরে আইসিডিএস কর্মীর বাড়িতেই চলছে অঙ্গনওয়ারি কেন্দ্র। স্থায়ী কোন ভবন না থাকায় কর্মীর বাড়ির উঠনেই চলে পঠন পাঠন। খোলা আকাশের নিচে পঠন পাঠন করতে শিশুদের নিরাপত্তার প্রশ্নও ওঠে অভিভাবকদের মনে। অভিভাবকদের দাবি শিশুদের কথা মাথায় রেখে তৈরি হোক আইসিডিএস কেন্দ্র।

স্থানীয় আইসিডিএস কর্মী আইসিডিএস কর্মী করবী চৌধুরীর দাবি বাড়িতেই অঙ্গনওয়ারি কেন্দ্র থাকায় নানা সমস্যায় পরতে হয়। বারবার প্রশাসন থেকে কতৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা হয়নি। সূত্রের খবর, কয়েক বছর আগে সরকারি ভাবে আইসিডিএসের ঘর নির্মানের কাজ শুরু হলেও থমকে আছে সেই কাজ। তবে সিডিপিও জানান স্থানীয় প্রাথমিক স্কুলে আইসিডিএস সেন্টার স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হবে সত্ত্বর। তবে এলাকার শিশুরা কবে স্থায়ী ঠিকানা পাবে সেদিকেই তাকিয়ে পলাশি গ্রামের বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now