এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

IAS Transfer মালদহ, মুর্শিদাবাদে নতুন DM, বদলি জঙ্গিপুরের SDO

Published on: October 27, 2025
IAS Transfer

IAS Transfer মধ্যবঙ্গ জুড়ে প্রশাসনিক পদে বড় রদবদল হয়েছে। মুর্শিদাবাদের নতুন জেলা শাসক হচ্ছেন শ্রী নিতিন সিংহানিয়া, আইএএস Sh. Nitin Singhania, IAS । মালদহ জেলার জেলা শাসক ছিলেন তিনি।মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন রাজর্ষি মিত্র। হিডকোর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন তিনি।   দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েলকে  আনা হয়েছে মালদহের জেলাশাসকের দায়িত্বে। এসডিও জঙ্গিপুর হচ্ছেন গৌতম সুধীর কুমার রেড্ডি ( আইএএস) ।

আরও পড়ুনঃ New DM of Nadia: নদীয়ার জেলাশাসক বদলি, এলেন অনীশ

বীরভূমের জেলাশাসক ছিলেন বিধানচন্দ্র রায়। তিনি    খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন।  বীরভূমের অতিরিক্ত জেলা শাসক বিশ্বজিত মোদক,  কৌশিক সিনহা এবং অসীম পালকেও বদলি করা হয়েছে। একাধিক ডাব্লুবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে।

IAS Transfer মালদা জেলা পরিষদের সেক্রেটারি হচ্ছেন মানবেন্দ্র দেবনাথ। PD DRDC Birbhum হচ্ছেন শামস তিবেজ আনসারি। এসডিও মালদা হচ্ছেন সুমন মজুমদার।

IAS Transfer মুর্শিদাবাদ জেলার  Dy DL&LRO ছিলেন শুভেন্দু রায়। তিনি হচ্ছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি। এসডিও কান্দি হচ্ছেন প্রদীপ্ত বিশ্বাস।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now