এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

I ♥ Berhampore চাই শহরে, দাবি নেট-নাগরিকদের

Published on: August 7, 2021

I Darjeeling,  I Mirik এর সাইনেজে মজেছে বাঙালি। পর্যটকরা অনেকেই ছবি তোলেন এই ভিউপয়েন্টগুলিতে।    এবার শহর বহরমপুরে    I ♥ Berhampore -এর দাবি জানালেন নেট নাগরিকরা।

বহরমপুর সিটি ফ্রেন্ডস রকস নামের ফেসবুক গ্রুপে সম্প্রিতি পোস্ট করেন  শহরের বাসিন্দা সুমন দে। সেখানেই তিনি এই রকম একটি টেমপ্লেটের প্রস্তাব দেন। সেই প্রস্তাবেই সমর্থন জানিয়েছেন অনেক শহরবাসী কেউ কেউ শহরে জল জমার সমস্যা নিয়ে টিপ্পনী কাটলেও বহু মানুষকই এই দাবিকে সমর্থন করেছেন।

এই বিষয়ে পৌর সভার সাথে কথা বলার পরামর্শও দিয়েছেন অনেকে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now