এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun অধীর চৌধুরীর সঙ্গে বোঝাপড়াতেও রাজি হুমায়ুন !

Published on: October 25, 2025
Humayun

Humayun অধীর চৌধুরীর সঙ্গে বোঝাপড়াতেও রাজি হুমায়ুন ! তাও আবার দলের নেতাদের হারাতে।

শনিবার শক্তিপুরে নিজের বাড়িতে বসে এমনই দাবি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির।Humayun হুমায়ুন কবির এদিন দাবি করেছেন, তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারকে Apurba Sarkar  ভোট এ হারাতে তিনি বদ্ধপরিকর। তাঁর দাবি, নিজে না লড়লে অন্য কাউকে দাঁড় করাবেন।  এরপরই বলেছেন, “যে অধীর চৌধুরীকে ২০২৪ সালে হারিয়েছি  সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট  করবো”।

Humayun শোকজ নিয়ে চিন্তিত হুমায়ুন ?

হুমায়ুন ইস্যুতে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বৈঠকের সিদ্ধান্ত জানান হবে মুখ্যমন্ত্রীকে । তবে প্রকাশ্যে এই বিষয়কে আমল দিতে চান নি হুমায়ুন। তাঁর দাবি, এসব অতীত। তিনি মনে করিয়ে দিয়েছেন, ” ২০২৪ এর নভেম্বর মাসে প্রথম এক পাতার শোকজ নোটিশ করেছিল দল বা দলের শৃঙ্খলা কমিটি। সেই শোকজের ৩ পাতার জবাব দিয়েছিলাম। সেই উত্তরে তারা সন্তুষ্ট হল না খুশি হল তাঁর সদুত্তর আজ পর্যন্ত পাইনি। দ্বিতীয় শোকজের উত্তর দিয়েছিলাম সেটারও উত্তর পাইনি। জুন মাসে শেষ ওয়ার্নিং  নোটিশ দেওয়া হয়েছে। কড়া নোটিশ বলা হয়েছে” । এরপর শৃঙ্খলারক্ষা কমিটির বিরুদ্ধেও অভিযোগ এনে হুমায়ুন বলেছেন, ”  আমাকে হাতে দেওয়ার আগেই সাংবাদিকদের হাতে দিয়ে দিয়েছে শৃঙ্খলা কমিটির কনভেনার  শোভনদেব বাবু” ।

এরপর দাবি করেছেন, ”  দু-দুবার শোকজের উত্তর দেওয়ার পর যখন আমি কোন সদুত্তর পাইনি তখন আমি আর তৃতীয় ওয়ানিং নোটিশের প্রয়োজন মনে করিনি।  আবার নোটিশ আসলে দেখা যাবে, আগাম কিছু বলব না” ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now