Humayun on Subhendu ফের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে হুমায়ুন কবীর HUMAYUN KABIR । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Suvendu Adhikari তাঁর করা মন্তব্য প্রত্যাহার না করলে, মুর্শিদাবাদে ঢুকলে শুভেন্দুকে আটকানোর হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার তাঁর দিলে পাল্টা চ্য়ালেঞ্জ ছুঁড়লেন বহরমপুরের বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকার। শাখারভের দাবি, এক মাসের মধ্যেই মুর্শিদাবাদে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিজেপি নেতা এদিন বলেছেম ‘বিজেপি হাতে চুড়ি পরে রাজনীতি করে না’, । অন্যদিকে, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীও ।
Humayun on Subhendu বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার বলেছেন , “এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারী আসবেন এবং রেজিনগরের মধ্যে দিয়েই আসবেন। উনি পারলে কিছু করে নিনষ আজ দল আপনাকে শোকজ করেছে। ছাব্বিশে ভরতপুর আপনাকে শোকজ করবে। শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে, আমি রেজিনগর থেকে…রেজিনগরের ওপর দিয়ে, বেলডাঙার ওপর দিয়ে, এই বহরমপুরে আনব। উনি কী করতে পারেন আমিও দেখে নেব। মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে ? বিজেপি হাতে চুড়ি পরে রাজনীতি করে না।”
Humayun on Subhendu পাল্টা কী বলেছেন হুমায়ুন কবীর ?
Humayun on Subhendu এর জবাবে তৃণমূল বিধায়ক হুমায়ুন বলেন, ” ওঁর চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। উনি বলেছেন , একমাসের মধ্যে রেজিনগর দিয়ে শুভেন্দুকে নিয়ে উনি রিসিভ করবেন রেজিনগরে এবং বেলডাঙার উপর দিয়ে বহরমপুরে নিয়ে যাবেন। আমি যদি জীবিত থাকি, হুমায়ুন কবীর, আমার প্রতিজ্ঞা এই রোজা মুখে শাখারভ সরকার রেজিনগরে এলে তাঁকে কী করব সময় কথা বলবে। আর কোনও মতেই শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদের রেজিনগরের এনএইচ-৩৪ দিয়ে বেলডাঙার উপর দিয়ে বহরমপুরে পৌঁছাতে দেব না। আমার কত শক্তি আছে…বিগত দিনের আমার রেকর্ড আমিই ভাঙব। আমি অধীর চৌধুরীকে ২০১৪ সালে একবার রাস্তায় স্ট্যান্ড বাই প্রায় ৪ ঘণ্টা আটকে রেখেছিলাম।”
Humayun on Subhendu সোমবার বিধানসভার বাইরে তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে মন্তব্য করেন বিরোধী দলনেতা। পাল্টা ঠুসো দেওয়ার হুমকি শোনা গেছিল হুমায়ুন কবীরের গলায়।