Humayun New Party নতুন দলের প্রথম সভাতেই শামিল হবেন ৫০ হাজার মানুষ। শক্তিপুরের বাড়িতে সাংবাদিকদের সামনে এমটাই দাবি জানালেন ভরতপুরের তৃণমূল TMC বিধায়ক হুমায়ুন কবির। শনিবার হুমায়ুন ফের জানান, নতুন দল খোলার সিদ্ধান্তে অনড় তিনি। যদিও এখনও খাতায় কলমে তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির।
আরও পড়ুনঃ Humayun Kabir MLA ৪৮ ঘন্টা মধ্যে কী করবেন হুমায়ুন কবির ?
Humayun New Party হুমায়ুনের নতুন দলে নেতা কে ?
শনিবার হুমায়ুন জানিয়েছেন, নতুন দলে তিনিই চেয়ারম্যান। জানালেন ২২ শে ডিসেম্বর বহরমপুরে জনসভা করে হবে দলের আত্মপ্রকাশ। হুমায়ুন কবির দাবি করেছেন দলে থাকবেন জনগণ । কিন্তু সঙ্গে কোন কোন নেতা ? সেই জবাবও দিয়েছেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, “ আমার সাথে আর কে থাকবে ২২শে ডিসেম্বর লাইন করে ডায়াসে দাঁড় করিয়ে দেব। আমি চেয়ারম্যান আগাম ঘোষণা করে দিলাম। আমার সাথে কে জেনারেল সেক্রেটারি , কে সেক্রেটারি , কে সেক্রেটারিয়েট মেম্বার, কে ট্রেজারার (পরে বলা হবে) ” ।
হুমায়ুন আরও বলেছেন, ” (নেতাদের মধ্যে) হাওড়ার লোক থাকবে, নদীয়ার লোক থাকবে, উত্তর ২৪ পরগনার লোক থাকবে, মুর্শিদাবাদের থাকবে, মালদার থাকবে, উত্তর দিনাজপুর থাকবে, কোচবিহার থাকবে। তাঁদের ২২ তারিখে টেক্সস্টাইল মোড়ে ৫০ হাজার লোক দেখিয়ে আমার বডি ঘোষণা করবো”।হুমায়ুন বলেছেন, “ সিদ্ধান্ত একেবারে পাকা। এব্যাপারে কোন কিছুর বিনিময়ে আমি আর পিছবো না” ।















