এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun New Party কালই নতুন দল হুমায়ুনের। কী চমক ?

Published on: December 21, 2025
Humayun New Party

Humayun New Party রাত পোহালেই নতুন দল খুলবেন হুমায়ুন কবির। তার আগে রবিবার সভার মাঠ পরিদর্শন করেন হুমায়ুন কবির। হুমায়ুন বলেছেন, ” দল গঠনের  পর প্রথম সভা হবে ডোমকল Domkal জনকল্যাণ  মাঠে সভা হবে”। এদিন শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন,” এখন মনে হচ্ছে বহরমপুরের কোন জায়গায় সভা করার উপযুক্ত নয়। শহরে প্রচুর ট্রাফিক জ্যাম। বিভিন্ন স্থান থেকে লোক আসবে। প্রশাসনের বাধা ছিল। আমি আর বিতর্কে যেতে চাই না। তাই নতুন জায়গা দেখে নিয়েছি”।

Humayun New Party কী বলেছেন হুমায়ুন কবির ?

Humayun New Party হুমায়ুন কবির জানিয়েছেন, ৭৫ জনের রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির নাম ঘোষণা হবে।  রাজ্যের সভাপতির নাম ঘোষণা হবে। তবে মুর্শিদাবাদের জেলা সভাপতির নাম ঘোষণা হবে না। তবে ১৫ জানুয়ারির মধ্যে ৩৪১ টা ব্লক, ১২৫ টা পৌরসভায় পদাধিকারীদের নিয়োগ করা হবে। হুমায়ুন বলেছেন, প্রয়োজনে ২৯৪ আসনেই লড়ব। তিনি দাবি করেছেন, কোন দলের কোন নেতাই তাঁর মতো জময়ায়েত করতে পারবেন না।

আরও পড়ুনঃ ২২ এর সভা নিয়েও এবার বিপাকে হুমায়ুন কবীর! ফের ছুঁড়লেন চ্যালেঞ্জ

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now