Humayun New Party বিধানসভা ভোটে ৪ আসনে ৩ জন হুমায়ুন কবির ভোটে লড়বে। দলের আত্মপ্রকাশের দিনেই রাজ্যের ৮ আসনে প্রার্থী ঘোষণা হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে চার আসনে লড়বেন তিন হুমায়ুন কবির। জনতা উন্নয়ন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির Humayun Kabir জানান, তিনি মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগর দুটি আসনে আগামী বিধানসভা ভোটে লড়াই করবেন। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে লড়বেন মনিষা পান্ডে।
Humayun New Party হুমায়ুনময় নতুন দল
Humayun New Party ৬২ নম্বর ভগবানগোলা বিধানসভায় লড়বেন আরেক হুমায়ুন কবির। তিনি ব্যবসায়ী। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয় ডাঃ হুমায়ুন কবিরের নাম। ২০১৬ সালে তিনি নির্বাচনে লড়েছিলেন তিনি। মুর্শিদাবাদের ৫ আসন ছাড়াও মালদার বৈষ্ণবনগর আসনে প্রার্থী ঘোষণা করা হয় মুসতেরা বিবির নাম। পশ্চিম মেদিনীপুর গ্রামীণের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় মেদিনীপুর জেলার সভাপতি হাজী ইবরার হোসেনের। কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয় নিশা চ্যাটার্জী নাম ।
আরও পড়ুনঃ ২৬ এর ভোটে কংগ্রেস, সিপিএমকে আসন রফার ফর্মুলা হুমায়ুনের















