এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Mamata: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ‘সাসপেন্ড’ হুমায়ুনের

Published on: December 4, 2025
Humayun Mamata

ভরতপুর, রেজিনগর দুই বিধানসভায় লড়বঃ হুমায়ুন

Humayun Mamata Humayun Kabir মুখ্যমন্ত্রীর সভাতে যোগ না দিয়ে বহরমপুর স্টেডিয়াম (Berhampore Stadium) থেকে বেলডাঙায় গিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। বৃহস্পতিবার বেলডাঙায় বাবরি মসজিদের জমি পরিদর্শনে গিয়ে হুমায়ুন বলেন, ” মুখ্যমন্ত্রী কাকে মানে করে বলেছেন আমি বলতে পারছি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কী সম্পর্ক আছে সেটা আগামী দিনে প্রমাণ করব বাংলার মানুষকে। মুখ্যমন্ত্রী মন্দির করবেন, মুখ্যমন্ত্রী কার্নিভাল করবেন, মুখ্যমন্ত্রী নিউটাউনে ১১০০ কোটি টাকার জায়গা আবার মন্দির বানানোর জন্য দান করবেন, তা উনি কার সম্পত্তি দান করছেন? ৩৪ বছরের বামফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, ওঁর যে ১৪ বছর হয়েছে ১৫ বছর হবে। ২৩ বছরের মুখ্যমন্ত্রী ছিল, ১১ বছরের মুখ্যমন্ত্রী ছিল। বুদ্ধবাবু এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তার কটা সম্পত্তি রেখে গিয়েছেন। আর ওঁর আত্মীয়, স্বজন, ভাই, ভাইপো, নাতি, নাতনি, সাতগুষ্ঠি করে খাচ্ছেন, আর আমাদেরকে শেখাবেন। আমাদেরকে শুধু বলবেন। আগামী দিনে টের পাইয়ে দেব মুখ্যমন্ত্রী কী করে হয়? ২০২৬ সালে সেদিন প্রমাণ করে দেব।”

আরও পড়ুনঃ CM Berhampore ভাঙন রোধের পরিকল্পনা কেন্দ্রে পাঠানো হয়েছেঃ মমতা

এবার কী করবেন হুমায়ুন কবীর? 

Humayun Mamata Humayun Kabir হুমায়ুন আরও বলেন, ” জাতীয় সড়কে শনিবার বেলা ১০ টা থেকে আমি থাকব। আমার হাজার হাজার, লাখো সমর্থক আমার সঙ্গে থাকবেন। ২ লাখ লোক থাকবেন। আমরা কারও তোলাবাজি করে খাই না। আগামী দিনে রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব। ভরতপুরেও লড়াই করব। আমার যে নতুন পার্টি গোটা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য ১৩৫ টা আসনে লড়াই করব। যেখানে ৯০ টা মুসলিম অধ্যুষিত সিট, বাকি শিডিউল কাস্ট, হিন্দু মেজরিটি সিট। কটা জিতব কটা হারব পরে হিসেব হবে। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব।”

Humayun Mamata Humayun Kabir এদিন বহরমপুরের সভা থেকে নাম না করে হুমায়ুনকে নিশানা করেন মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু দোষ দিলে হবে? ভিতরে ভিতরে যোগাযোগ রাখবে আমাদের কারও কারও সঙ্গে। সাম্প্রদায়িকতা করার জন্যে টাকা দিয়ে তহবিল করবে। আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না। তিনি নাম না করে আরও বলেন, কেও টাকা খেয়ে নির্বাচনের আগে বিজেপির তাঁবেদারি করে। তাঁরা হচ্ছে দেশের শত্রু। তাঁরা আপনার শত্রু। যারা নির্বাচনের দু’মাস আগে থেকে এই সব নির্বাচন করেন। এটা বিজেপির পাল্লায় পড়ে।

Humayun Mamata Humayun Kabir সাম্প্রদায়িক শক্তিতে কান দেবেন না। নির্দলদের ভোট দেবেন না। যাঁদের কোনও দল নেই, টাকা নেয় তাঁরা নির্দল। অদল বদল।

হুয়মায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র , রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন কলকাতায় সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও হরিহরপাড়ার বিধায়ক, জেলা তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখ। ফিরহাদ হাকিম বলেন, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করা হল। এর আগে হুমায়ুনকে তিনবার শৃঙ্খলা রক্ষা কমিটি সতর্ক করেছিল। পার্টির উচ্চ নেতৃত্বের মতামত নিয়ে হুমায়ুনকে সাসপেন্ড করা হল। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না। কারণ যারা ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করেন তাঁদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না।

এই বিষয়ে প্রতিক্রিয়ায় তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর প্রসঙ্গে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সবটা হয়েছে। হুমায়ুন কী করবেন হুমায়ুন জানেন। আর কেউ জানে না। উনিই সর্বোচ্চ নেতৃত্ব। উনি নিজে দল তৈরি করবেন বলছেন। নিজে কার কার সঙ্গে জোট বাঁধবেন বলছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now