Humayun Kabir: ভোটে জিতলেই বহরমপুরে পাঠানকে বাড়ি হুমায়ুনের !

Published By: Madhyabanga News | Published On:

Humayun Kabir উঠেছিল বহিরাগত তকমা। এবার সেই তকমা ঘোঁচাতে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জিতলেই তাকে উপহারে দেওয়া হবে বাড়ি।  লোকসভার ভোটে জিতলে জিতলে বহরমপুর শহরেই  হবে ইউসুফ পাঠানের বাড়ি। সেই বাড়ি বানিয়ে দেবেন ভরপুরের বিধায়ক হুমায়ুন কবির। রবিবার ভরতপুর ১ ব্লকের তাল গ্ৰামে ভোটপ্রচারের সভা থেকে এমনটাই জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির । প্রার্থী হিসেবে পাঠানের নাম ঘোষণার পর বেঁকে বসেছিলেন হুমায়ুন কবির। বিদ্রোহও ঘোষণা করেন। তবে দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সেই বিদ্রোহে ভাঁটা পড়ে। এবার সেই হুমায়ুনের মুখেই, উপহারের প্রতিশ্রুতি।  এইদন মঞ্চ থেকে ভাষণ দেন ইউসুফ পাঠানও।