Humayun Kabir কাদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি হুমায়ুনের ?

Published By: Imagine Desk | Published On:

Humayun Kabir  ফের বেলাগাম হুমায়ুন কবির। নাম করে করে এবার  বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিজেপি BJP  শাসিত রাজ্যে বাঙ্গালিদের উপর নির্যাতনের প্রতিবাদে  এদিন ভরতপুরে সভা করেন হুমায়ুন কবির। সেই সভা থেকেই ভোটার তালিকা সংশোধন নিয়েও  হুমায়ুনের হুঁশিয়ারি শোনা গিয়েছে ।

Humayun Kabir  হুমায়ুন কবির বলেন, ভোটার লিস্ট সংশোধনের কাজে এলাকায় নজরদারি করবে তৃণমূল। বিজেপি নেতাদের মদতে নির্বাচন কমিশন  নাম কাটলে বরদাস্ত করবে না তৃণুমূল। হুমায়ুন বলেছেন,  বিহারের মতো এই রাজ্যে করলে বিজেপি নেতাদের আমরা বাড়ি থেকে বেরাতে দেবো না  । সুকান্ত মজুমদার Sukanta Majumdar , দিলিপ ঘোষ, শমীক ভট্টাচার্য ,  শুভেন্দু অধিকারীদের বাড়ি ঘরেও করা হবে।  তৃণমূল বিধায়কের দাবি,  ইডি, সিবিআইকে ব্যবহার করে যেভাবে উলটো পালটা কাজ হচ্ছে। সেভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করলে অন্তত মুর্শিদাবাদে  বিজেপি নেতাদের বাড়ি থেকে বেরোতে দেবেন না, দাবি হুমায়ুনের।