Humayun Kabir Update দলের জন্য ২১ তারিখ অবধি সময় বাঁধলেন হুমায়ুন কবির। আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত। কিছুটা সুর নরম হুমায়ুনের ? উঠছে প্রশ্ন।
শনিবার দলের নেতৃত্ব নিয়ে ফের সওয়াল করেন ভরতপুরের তৃণমূল TMC বিধায়ক হুমায়ুন কবির। শনিবার হুমায়ুন কবির বলেছেন, সময় এলে সব পরিষ্কার হবে।
আরও পড়ুনঃ Humayun Kabir হুমায়ুন কবিরে কার ছায়া দেখছেন দেবাংশুরা ?
Humayun Kabir Update হুমায়ুন কবির আরও বলেছেন, ” অনেকটা টাইম দিয়ে রেখেছি। আজ ১৫ তারিখ। ২২ ডিসেম্বর মানে এখনও এক মাস ৭ দিন। এখনও সময় আছে। যদি তাঁরা মনে করেন হুমায়ুন কবির শুধুই চিৎকার করছে , কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই। দেবেন না। যদি মনে করে হুমায়ুন কবির যা নিয়ে কথা বলছে তাতে তৃণমূলের উপকার হবে । তাঁরা যদি মনে করেন, ২১ তারিখ অবধি সময় আছে” ।
Humayun Kabir Update কী চাইছেন হুমায়ুন ?
এতেই মনে করা হচ্ছে, দলের সঙ্গে রফার পথ এখনই বন্ধ করতে চাইছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। শুক্রবার মুর্শিদাবাদে এসে যদিও তৃণমুল নেতা দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন, বিধানসভা ভোটের আগে দলকে ব্ল্যাক মেল করছেন হুমায়ুন।
তিনি মনে করিয়ে দিয়েছেন , আগে ১৫ আগস্ট সময় সীমা বেঁধে দিয়েছিলেন। ১১ আগস্ট আলোচনা হয়েছিল।















