Humayun Kabir TMC: শেষ কথা বলবে হুমায়ুনঃ ভরতপুরে হুঙ্কার হুমায়ুন কবিরের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ তিনি মানেই বিতর্কিত। তিনি মানেই প্রতি ভাষণে নতুন আলোচনা। এনার ফের বিতর্কিত মন্তব্য করলেন ভরতপুরের হেভিওয়েট বিধায়ক হুমায়ুন কবির Humayun Kabir MLA । বৃহস্পতিবার গিয়েছে কলকাতায় তৃণমূল কংগ্রেসের AITC বৈঠক। এরপর ভতরপুরে ফিরে শুক্রবার দলীয় সভায় হুমায়ুন কবির বলেন, “ ভরতপুর বিধানসভায় রাজনৈতিকভাবে, তৃণমূলের সিদ্ধান্তের ক্ষেত্রে শেষ কথা বলবে হুমায়ুন কবির। তার অধীনে দল করতে হবে” । হুমায়ুন বলেন, ‘কোন ইগো নেই। কাউকে নিয়ে চলার কোন বাধা নেই। মনে রাখবে, হুমায়ুন কবির যখন সিদ্ধান্ত নেয়। ভেবে চিন্তেই নেয়’।

ট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সিবিআই ও ইডির দ্বিচারিতার অভিযোগে এদিন ভরতপুরে প্রতিবাদ সভা করে তৃণমূল । ভরতপুর ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার সভার আয়োজন করা হয়। এদিন বিকেলে সালার ইন্দ্রা মোড়ে সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীর, সাংগঠনিকে জেলা যুব কংগ্রেস সভাপতি সহ দলীয় নেতৃত্ব। এদিন সভা থেকে বিধায়কের দাবি আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে মানুষের আর্শীবাদে ১০০ % আসনে জয়ী হবে তৃণমূল । সাথেই দাবি, দলে কোন গোষ্ঠী কোন্দল নেই। শেষ কথা বলবেন তিনিই। বরদস্ত হবে না কোন কোন্দল।