এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

অভিষেকের কাছে প্রধানদের চিঠি, জবাব হাইকোর্টে গেলেন হুমায়ুন কবির

Published on: August 7, 2021

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বনাম ভরতপুর দুই ব্লকের সাত প্রধানের বিবাদ এগল কোর্ট অবধি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানালেন, তৃণমূল কংগ্রেসের  সাত প্রধানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। যদি প্রধানেরা অভিষেক ব্যানার্জীর কাছে লেখা অভিযোগের যথাযথ প্রমান দিতে না পারেন তাহলে তাঁদের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা করা হবে বলেই হুমকি হুমায়ুনের।

 

২৯ শে জুলাই ভরতপুর দুই গ্রাম পঞ্চায়েতের সাতজন প্রধান দলেরই বিধায়কের নামে চাঞ্চল্যকর অভিযোগ আনেন। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে চিঠি লেখেন তাঁরা।  সাত গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ুন কবিরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ আনেন। এবার  এই আইনি পদক্ষেপ বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
যদিও একাধিক প্রধান এধরনের কোন চিঠি পান নি বলে জানিয়েছেন। তবে তাঁরাও পাল্টা আদালতে তারা যে অভিযোগ তুলেছেন তার সপক্ষে তথ্য পেশ করবেন বলে পাল্টা হুমকি দিয়েছেন।
দুই পক্ষের বিবাদে কার্যত জমজমাট জেলার রাজনীতি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now