এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir আবার সাসপেন্ড হুমায়ুন কবীর, ‘নতুন দল করব’

Published on: December 4, 2025
Humayun Kabir

তৃণমূল সাসপেন্ড করল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক সভায় যোগ দিতে বহরমপুর স্টেডিয়ামে আসেন। সেখানে তিনি বলেন, আমি শুনলাম সাসপেন্ড করা হয়েছে। আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম। কী কারণে করেছে তাঁরা বলতে পারবেন। এর আগে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিসে আমাকে ছয় বছরের জন্যে সাসপেন্ড করেছিল। কালকেই তৃণমূল থেকে ইস্তফা দিয়ে দেব। এবং ২২ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের সূচনা করব। এরপর ক্ষুব্ধ হুমায়ুন সভা ছেড়ে বেরিয়ে যান।

আরও পড়ুনঃ Humayun Kabir বাবরি মসজিদের জমি দেখে মুখ্যমন্ত্রীর সভার পথে হুমায়ুন

এদিন তিনি সাসপেন্ডের খবর শুনে ১৩৫ টি আসনের টার্গেট বেঁধে হুঁশিয়ারি দিলেন। বললেন, তৃণমূল, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তাঁর দল। এদিন তিনি এটাও বলেন ইতিমধ্যে নতুন পার্টি তৈরি হয়ে গিয়েছে। ২২ তারিখ আসতে দিন। বহরমপুর টেক্সটাইল মোড়ে নতুন পার্টির উদ্বোধন। একই সঙ্গে ফিরহাদ হাকিম তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যা অভিযোগ এনেছেন সেই প্রসঙ্গে বলেন, তাঁর কথার জবাব দেব না।

Humayun Kabir ‘তৃণমূল ও বিজেপির আঁতাত’

এদিন হুমায়ুন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখানে তৃণমূল ও বিজেপির কী আঁতাত আছে সেটা ২২ তারিখ প্রকাশ করে দেব। এখানে তৃণমূলের সরকার চলছে ও আরএসএসের সরকার চলছে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now