নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ হুমায়ুন রইলেন হুমায়ুনেই। নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচারে নামলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যদিও মুখে থাকল “দিদির উন্নয়ন” ! তৃণমূলের কড়া নিষেধ ছিল, নির্দল প্রার্থীদের হয়ে প্রচারে নামা যানে না। বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারিও দিয়েছিলেন জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়, চেয়ারম্যান অপূর্ব সরকার। দলের নির্দেশ অমান্য করে মঙ্গলবার ভরতপুরে নির্দল প্রার্থীদের সমর্থনে সভা করলেন বিধায়ক হুমায়ুন কবীর । নির্দলদের সমর্থনে সিদ্ধান্তে অনড় থেকেই মঙ্গলবার ভরতপুরের বিনোদিয়া অঞ্চলের সৌয়দকূলূট গ্রামে নির্দল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভায় যোগ দেন হুমায়ুন কবীর। সভা থেকে ফের তার নিশানায় ছিলেন দলের জেলা সভাপতি শাওনি সিংহ রায় । হুমায়ুন বলেন, “শাওনি সিংহ রায় যাদের লাঞ্ছিত করেছে , বঞ্চিত করেছে তাদের হয়ে যোগ্য জবাব দেওয়ার জন্যই আমি ময়দানে আছি”। তৃণমূল ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজেনকেও টার্গেট করেন হুমায়ুন। বিধায়কের দাবি, দলের তরফে কোন নির্দেশ তার কাছে আসেনি তাই কর্মীদের প্রতি দায়বদ্ধতা থেকেই নির্দলদের সমর্থনে তিনি সভা করছেন। দলের প্রার্থীদের হয়ে প্রচারে কোন ডাক আসেনি বলেই দাবী বিধায়কের।