Humayun Kabir ২০২০ র ৬ ই আগস্ট বহরমপুর টেক্সটাইল মোড়ে দ্বিতীয় বারের জন্য তৃণমূলের পতাকা ধরেছিলেন হুমায়ুন কবির। তারপর টানা রয়েছেন দলে। একুশের বিধানসভা থেকে পঞ্চায়েত ভোট, লোকসভা ভোটে বারবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। তবে ২০২৪ এর নভেম্বরের হালকা শীতে তৃণমূল কী হুমায়ুনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? ২০১৪ য় মুকুল রায়কে যেভাবে প্রকাশ্যে আক্রমণ করেছিলেন হুমায়ুন, ২০২৪ এও একই ভাবে ফিরহাদ হাকিমকে আক্রমণ করলেন হুমায়ুন কবির। একেবারে প্রকাশ্যে।
রাজনৈতিক মহলের জল্পনা সেবারের মতো ২০২৪ এও কি তৃণমূল কংগ্রেসে শাস্তির মুখোমুখি হচ্ছেন হুমায়ুন ? জল্পনার মাঝেই প্রশ্ন উঠেছে ফের হুমায়ুনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও। যদিও হুমায়ুন মঙ্গলবার তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গীকে জানিয়েছেন, শাস্তিকে খুব একটা পাত্তা দিতে চান না তিনি ।
Humayun Kabir কী বলেছেন হুমায়ুন কবির ?
মঙ্গলবার হুমায়ুন বলেছেন , ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে Mamata Banerjee যে কয়েক জন ঘিরে রয়েছেন, যে ক’জন নিজেদের পরিকল্পনার মধ্যে রেখেছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভাল চান, দীর্ঘমেয়াদি ভাবে পশ্চিমবঙ্গের শাসক হিসাবে তাঁকে দেখতে চান, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যাঁরা ক্ষমতায় আছেন, যাঁরা দলটাকে গুলিয়ে দিতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের জায়গা ঠিক রাখতে চাইছেন, কানে মন্ত্রণা দিচ্ছেন, ২০২৬ সালে তাঁরা জবাব পাবেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে Abhishek Banerjee নেতা মানি। তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব।’’ সরাসরি হুমায়ুনের নিশানায় তৃণমূল শীর্ষ নেতারা।
Humayun Kabirচলুন একবার দেখে নিই হুমায়ুন কবিরের রাজনৈতিক কেরিয়ারের ফ্ল্যাশব্যাক ।
মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে এক বর্ণময় চরিত্র হুমায়ুন কবির। কংগ্রেস দল থেকে রাজনীতিতে উত্থান- জেলা পরিষদ সদস্য হন। ২০১১ সালে রেজিনগর থেকে কংগ্রেসের টিকিটে এমএলএ হন । ২০১৩ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন হুমায়ুন কবির। তারপর বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন তিনি । সঙ্গে সঙ্গেই হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করে তৃণমূল । তবে উপনির্বাচনে হারেন হুমায়ুন কবির। যায় মন্ত্রিত্ব । সেবার বেশদিন তৃণমূলে থাকেন নি।
Humayun Kabir মন্ত্রিত্ব চলে যাওয়ার পর জেলা তৃনমূল নেতৃত্ব হিসেবে কাজ শুরু করেন । তবে শুরু হয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবির। ২০১৬ সালে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান হুমায়ুন । তারপর আবার যোগদান কংগ্রেসে। কংগ্রেসে মন না টেকায় ২০১৮ সালে বিজেপিতে যোগদান। ২০১৯ এর ডিসেম্বরে আবার বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ। মাস আটেকের বিরতির পর আবার যোগাযোগ তৃনমূলে। হুমায়ুন কবিরের বার বার এই রং বদল- নিয়ে বিরোধী শিবিরে ওঠে সমালোচনার ঝড়। নতুন বছরে দল বদলু হুমায়ুনের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায় নজর থাকবে সকলের। হুমায়ুনের রাজনৈতিক কেরিয়ারের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।