Humayun Kabir SIR নিয়ে তৃণমূল বিজেপিকে একযোগে নিশানা হুমায়ুন করিরের। মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ ভরতপুরের বিধায়কের। রাজ্যে শুরু হয়েছে এসআইআর। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলিও শুরু করেছেন। এর মাঝে বিভিন্ন জায়গা থেকে আসছে অনিয়মের অভিযোগও। এবার এসআইআর নিয়ে রাজনীতির অভিযোগে সরব ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির।
আরও পড়ুনঃ Humayun New Party হুমায়ুনের নতুন দলে শুরুতেই ৫০ হাজার !
Humayun Kabir SIR নিয়ে কী দাবি হুমায়ুন কবিরের ?
Humayun Kabir এসআইআরের মাঝে বেশ কিছু মৃত্যুর অভিযোগ উঠেছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেছেন , ” ভাগারে শকুন যেমন মরা গরু খুঁজে বেড়ায় , বিজেপি ও তৃণমূল দুজনই কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে সেই বাড়িতে চলে যাচ্ছে । নমস্কার করতে, প্রণাম করতে। একটা জ্যান্ত লোক সমস্যায় পড়েছে তাঁর দেখার সময় নেই। কে বহরমপুরে গলায় দড়ি দিয়ে মরেছে তাঁর বাড়িতে বিজেপি নেতারা চলে যাচ্ছে। তৃণমূল নেতারাও চলে যাচ্ছে। চেয়ারম্যানও চলে যাচ্ছেন । দুপুর বেলায় আপনি চেয়ারম্যানকে ফোন করুন, তো ফোনই ধরবে না। সন্ধ্যায় ফোন ধরবে। আর ১০টার সময় গলায় দড়ি দেওয়া খবর পেয়ে দলবল গুছিয়ে চলে যাচ্ছে” ।
Humayun Kabir SIR মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন হুমায়ুন ?
এরপর হুমায়ুন আরও বলেছেন, ” আমার মনে হয় বিজেপিও বলছে তৃণমূলও বলছে এসআইআরের জন্য মানুষ মারা যাচ্ছে। এর থেকে বড় মিথ্যা আর হতে পারে না” । এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, ” আমাদের সরকারের মুখ্যমন্ত্রী সহ সবাই বলছিল এসআইআর করতেই দেব না । এসআইআর তো স্টার্ট হয়েছে। এসআইআর কী বন্ধ হয়েছে। তাহলে কী বলার দরকার ছিল এসআইআর হতে দেব না। যা আমি রুখতে পারবো না তা বলার আমার প্রয়োজনীয়তা কী আছে ?”। হুমায়ুন কবির একদিকে নতুন দলের ঘোষণা অন্যদিকে এসআইআর নিয়ে রাজনীতির অভিযোগ তোলায় মুর্শিদাবাদে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।















