Humayun Kabir দল বিরোধী মন্তব্য করেছেন, ভেঙ্গেছেন দলের শৃঙ্খলা! এই অভিযোগে এবার তৃণমূলে শাস্তির মুখোমুখি হুমায়ুন কবির। বছর শেষে তাঁর চমকের আগেই হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে দল নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করায় শোকজ করা হল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতেও বলা হয়েছে।
সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। দলীয় শৃঙ্খলা না মানলে শোকজ়, তারপর সংশ্লিষ্ট নেতাকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘটনাচক্রে, নেত্রীর নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। বুধবারই হুমায়ুনের শোকজের খবর প্রকাশ্যে আসে। মঙ্গলবারই, হুমায়ুন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গীতে জানিয়েছিলেন, শাস্তিকে খুব একটা পাত্তা দিতে চান না তিনি ।
Humayun Kabir কী বলেছিলেন হুমায়ুন কবির ?
Humayun Kabir হুমায়ুন বলেন, ” আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে Abhishek Banerjee নেতা মানি। তৃণমূল যদি আগামী দিনে আমাকে টিকিট না দেয়, বেঁচে থাকলে অপকর্মের জবাব দেব।’’ সরাসরি হুমায়ুনের নিশানায় তৃণমূল শীর্ষ নেতারা।
হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়? ২০২০ র ৬ ই আগস্ট বহরমপুর টেক্সটাইল মোড়ে দ্বিতীয় বারের জন্য তৃণমূলের পতাকা ধরেছিলেন হুমায়ুন কবির। তারপর টানা রয়েছেন দলে। শো কজের পর কী করবেন হুমায়ুন! জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।