Humayun Kabir রাত পোহালেই হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস বেলডাঙায়। চলছে কাজ। এর মধ্যেই বেলডাঙায় এসে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করলেন পুলিশ আধিকারিকরা। এপর হুমায়ুন কবির ( Humayun Kabir MLA ) জানান, সহযোগিতা করছেন পুলিশ। বলেছেন, আদালতের নির্দেশের পরে কালকের কর্মসূচী যাতে সুষ্ঠভাবে হয় সেটা দেখা হচ্ছে। বিভিন্ন যায়গায় পুলিশ পিকেট থাকবে। বহরমপুর থেকে রেজিনগর অবধি পুলিশ থাকবে। তিনি জানান, পুলিশ প্রশাসন এই মুহুর্তে সহযোগিতা করছে।
Humayun Kabir আরও পড়ুনঃ বহরমপুরে ভোটের সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী
শনিবার বেলডাঙায় মসজিদের শিলান্যাস হুমায়ুন কবিরের। শিলান্যাস ঘিরে তৎপর পুলিশ প্রশাসনও। ১২ নম্বর জাতীয় সড়ক সচর রাখাই চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনিকের। শুক্রবার সন্ধ্যায় চলছে মঞ্চ বাঁধার কাজ। পৌঁছান পুলিশের আধিকারিকরাও। কথা বলেন হুমায়ুন কবিরের সঙ্গে। মসজিদের শিলান্যাস ঘিরে শুক্রবার থেকেই জনসমাগম ঘটছে মাঠে। নিরাপত্তা নিশ্চিত করতে চলছে পুলিশি নজদরারি। ইতিমধ্যেই টহল দিয়েছে বিএসএফ। শনিবারের জন্য মোতায়েন করা হয়েছে আরপিএফ, বিএসএফ। পুলিশের পক্ষ থেকে থাকছে কুইক রেসপন্স টিম, র্যাফ।














