এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir জীবন্তির সেই জমি দেখে কী বললেন হুমায়ুন কবির ?

Published on: December 1, 2025
Humayun Kabir

Humayun Kabir জীবন্তির জমি পছন্দ হল না হুমায়ুন কবিরের।  ফের জানালেন,  বেলডাঙাতেই বাবরি মসজিদ করবেন তিনি। সোমবার দুপুরে কান্দি থানার জীবন্তি Jibanti  এলাকায় যান হুমায়ুন কবির। সেখানেই একটি জমিও পরিদর্শন করেন। দেখার পর হুমায়ুন বলেন, ” এই জমি আমার পছন্দ নয়। এত লোকালয়ে চলবে না। আমার জমি সিলেকশন হয়েই আছে। আমাকে বলেছিল, দেখতে এসেছিলাম”।, তিনি বলেছেন, ” ২০২৪ সালের ডিসেম্বরেই বলেছিলাম বেলডাঙ্গাতে ( মসজিদ) করবো। আমি আমার নিজের জমি কিনে ৬ তারিখ শিলান্যাস করবো”।

আরও পড়ুনঃ ৬ ডিসেম্বর হুমায়ুন কবিরের টার্গেট ২ লক্ষ !

Humayun Kabir বেলডাঙাতেই, দাবি হুমায়ুনের

রবিবার হুমায়ুন জানিয়েছিলেন, এই জমি দেখবেন তিনি। রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেছেন, “ উদ্বোধন হয় কী না হয় ৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। চার তারিখ সকাল ৮টায় চলে আসুন, যেখানে ডায়াস তৈরি হবে”। তৃণমূল বিধায়কের দাবি, ওই মঞ্চেই ৬ তারিখের কর্মসূচি হবে। তবে এদিন হুমায়ুন সাফ জানিয়েছেন,  ৬ ডিসেম্বর মসজিদের শিলান্যাস হোক বা ২২ ডিসেম্বর নতুন দলের সভা – এখনও অনড় হুমায়ুন কবির।

বিবার ফের বলেছেন, “আমি বলে রেখেছি ২২শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবো। সেই টাইম কী পার হয়ে গেছে। বেলা ১টার সময় টেক্সস্টাইল মোড়ে চলে আসবেন সব দেখতে পারবেন। ৬ তারিখ আসতে দিন মসজিদের শিলান্যাস হবে, ২২ তারিখ আসতে দিন নতুন দলের ওপেনিং হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now