এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir Protest বহরমপুরের তৃণমূল অফিসেই “হুমায়ুন ধিক্কার” !   

Published on: October 24, 2025
Humayun Kabir Protest

Humayun Kabir Protest বহরমপুরের তৃণমূল অফিসেই “হুমায়ুন ধিক্কার”  শ্লোগান। এই শ্লোগান তুলে  বিক্ষোভ দেখালেন দলের নেতা কর্মীরাই।

শুক্রবার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে জড়ো হয়েছিলেন সংখ্যালঘু জেলা তৃণমূল কর্মীরা। তারাই দেখান বিক্ষোভ। তৃণমূল অফিসেই শ্লোগান ওঠে, ” হুমায়ুন কবির ধিক্কার”, “হুমায়ুন কবির গো ব্যাক”। 

Humayun Kabir Protest কী দাবি বিক্ষোভকারীদের ?

এই তৃণমূল কর্মীদের দাবি, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হুমায়ুন কবিরকে। এদিন তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের  সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আবুল কাউসারও।

আরও পড়ুনঃ Yusuf Pathan পাঠানকে সামনে পেলে কী করবেন হুমায়ুন ? দিলেন …

এদিন বহরমপুরের গোরাবাজারে তাঁর  ওয়ার্ড অফিসে বসে আবুল  কাউসার বলেছেন, “ উনি ( হুমায়ুন কবির)  আমার বিরুদ্ধে মন্তব্য করুন ঠিক আছে। কিন্তু আমার বাবার বিষয়ে উনি মন্তব্য করেছেন। দাবি করেছেন, আমার বাবা  কংগ্রেস করেন। আমার বাবা শিক্ষক ছিলেন। তিনি ২০১৪ সালে প্রয়াত হয়েছেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এরকম মন্তব্য শোভা পায় না। দলকে বিষয়টা জানিয়েছি”।

Humayun Kabir Protest কী বলেছিলেন হুমায়ুন কবির ?

বৃহস্পতিবার হুমায়ুন কবির বলেছিলেন, “ ১৫ বছর আগে কলেজ ছেড়ে দিয়েছে নাজমূল মিঞা সে ছাত্র নেতা। ফতেমা মহিলা নেত্রী তার বরকে বেলডাঙার ভোটে ঘুষি মেরে হাসপাতালে ভর্তি করে দিল,  সে হচ্ছে নেত্রী। কাউসার হোসেনের বাবা আজও কংগ্রেস করে তারা হচ্ছে নেতা। এই সব নেতারা একসাথে ছবি নিয়ে ভোটে নামুক আর আমি একা ভোটে লড়বো কার কত দম আছে দেখা যাবে” ।

Humayun Kabir Protest তবে হুমায়ুন কবিরকে জমি ছাড়তে রাজি নন বাকি তৃণমূল নেতারাও।

বৃহস্পতিবার সন্ধ্যায় হুমায়ুনের বিরুদ্ধে মুখ খোলেন বেলডাঙার বিধায়ক শেখ হাসানুজ্জামান। শুক্রবার হুমায়ুনকে নিশানা করে সাংবাদিক বৈঠক করেছেন বড়ঞা দক্ষিন ব্লক  তৃনমূল সভাপতি মাহে আলম। তিনি বলেছেন, জেলায় তৃনমূলকে হারাতে টেন্ডার নিয়ে বসে আছেন ভরতপুরের তৃনমূল বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার  হুমায়ুনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের পাশেই দাঁড়িয়েছেন আবুল কাউসার। তিনি বলেছেন, “ আমার মৃত বাবাকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটা দুঃখজনক, ন্যক্কারজনক”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now