Humayun Kabir “হাইকোর্ট থেকে যদি নওশাদ Naushad Siddiqui এত সিকিউরিটি পেতে পারে তাহলে আমার যখন থ্রেট আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে! আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। আল্লাহ আমার সঙ্গে আছে। তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি” – মন্তব্য হুমায়ুন কবীরের।
Humayun Kabirজেলা থেকে রাজ্য, দেশ- বর্তমানে অন্যতম চর্চার এবং আলোচিত নাম হুমায়ুন কবীর। এবার বিশেষ জোর নিরাপত্তা ব্যবস্থায়। রাজ্যের বাইরে থেকে আসছে ৮ জনের নিরাপত্তারক্ষীর দল। সাথে আছেই রাজ্যের ৩ জন নিরাপত্তা কর্মী। সাসপেন্ডেড তৃনমূল বিধায়ক হুমায়ুন কবীরের Humayun Kabir নিরাপত্তায় টাইট সিকিউরিটি! নিজেই এই কথা জানিয়েছেন হুমায়ুন কবীর।
আরও পড়ুন – Humayun Kabir: কংগ্রেস, সিপিএমের সঙ্গে জোট সম্ভাবনা প্রবলঃ হুমায়ুন
Humayun Kabir মুর্শিদাবাদের Murshidabad রেজিনগরে বাবরি মসজিদ শিলান্যাসের পরেই নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হুমায়ুন কবীর। নিরাপত্তা চেয়ে এবার কী হাহকোর্টের দারস্থ হতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। ইতিমধ্যেই বেরসকারি সংস্থার সাথে কথা হয়েছে বলেই জানিয়েছেন। ৯ ডিসেম্বরের মধ্যেই তাঁর নিরাপত্তায় ৮ জন বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী যুক্ত হবেন বলেই দাবি করেছেন হুমায়ুন কবীর।

Humayun Kabir নিরাপত্তা ইস্যুতে কী বললেন হুমায়ুন কবীর?
আরও পড়ুন– Humayun Kabir Masjid বীরভূম, মালদাতেও বাবরি মসজিদঃ হুমায়ুন
Humayun Kabir সোমবার হুমায়ুন কবীর বলেন, “রাজ্য সরকারকে জানাব। মাননীয় হাইকোর্টের Highcourt কাছেও যাব। রাজ্য সরকার অ্যালাউ করলে ভালো। হাইকোর্ট থেকে যদি নওশাদ এত সিকিউরিটি পেতে পারে তাহলে আমার যখন থ্রেট আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে! আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। আল্লাহ আমার সঙ্গে আছে। তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে । তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি। কালকের মধ্যে প্রাইভেট সিকিউরিটি আর্মস নিয়ে আমার সঙ্গে থাকবে। কালকে আমি কলকাতায় যাব। কলকাতায় আমার সিকিউরিটি অ্যাড হয়ে যাবে। যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট কোর্ট থেকে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ৮ জন প্রাইভেট সিকিউরিটি আমার সঙ্গে থাকবে। ৩ জন আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তারাও থাকবে।”
Humayun Kabir “কালকে আমি কলকাতায় যাব। কলকাতায় আমার সিকিউরিটি অ্যাড হয়ে যাবে”- জানিয়েছেন হুমায়ুন কবীর
Humayun Kabir উল্লেখ্য, ৬ ডিসেম্বর রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। যিনি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে এক বর্ণময় চরিত্র বটে। বাবরি মসজিদের শিলান্যাস সাথে ডিসেম্বরের ২২ তারিখে নতুন দল ঘোষণা- সব নিয়ে হুমায়ুন ইস্যুতে তপ্ত রাজনীতি। এবার হুমায়ুনের দাবী, প্রাণনাশের হুমকি আসছে। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা না মিলছে তার সাথে থাকবে ৮ জনের বেরসকারি নিরাপত্তারক্ষী। নতুন দল গড়ার আগে আর কী কী পদক্ষেপ নেবেন হুমায়ুন? সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।









