Humayun Kabir on BJP: বরাবর বিতর্কে থাকা হুমায়ুন কবির HUMAYUN KABIR এবার কার্যত উল্টোকথা বললেন বিজেপি Bharatiya Janata Party নিয়ে। হুমায়ুন কবির বলেছেন, “ আমি ১৮ মাসের জন্য বিজেপিতে গিয়েছিলাম। বিজেপিতে অনেক ভালো মানুষ আছে । আরএসএস এও অনেক ভালো মানুষ আছে” ।
Humayun Kabir on BJP – হুমায়ুন কবির নিয়ে আরও পড়ুনঃ হুমায়ুনকে ঘিরে তুলকালাম সালারে !
Humayun Kabir on BJP হুমায়ুনের দাবি, দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে, আরএসএস নেতাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে এমন অনেকে আছে যারা ভারতবর্ষের মঙ্গল চায়। হুমায়ুন কবিরের দাবি, যারা ভারতকে হিন্দুর দেশ করার কথা বলছে তারা অনেকেই জানে সেটা হবে না। ধর্মনিরপেক্ষই থাকবে ভারত। তৃণমূল নেতা , কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য এই রকম সমীচীন নয় বলেই দাবি করেছেন হুমায়ুন।
Humayun Kabir on BJP মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে এক বর্ণময় চরিত্র হুমায়ুন কবির। কংগ্রেস দল থেকে রাজনীতিতে উত্থান- জেলা পরিষদ সদস্য হন। ২০১১ সালে রেজিনগর থেকে কংগ্রেসের টিকিটে এমএলএ হন । ২০১৩ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন হুমায়ুন কবির। তারপর বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন তিনি । সঙ্গে সঙ্গেই হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করে তৃণমূল । তবে উপনির্বাচনে হারেন হুমায়ুন কবির। যায় মন্ত্রিত্ব । সেবার বেশদিন তৃণমূলে থাকেন নি।
Humayun Kabir মন্ত্রিত্ব চলে যাওয়ার পর জেলা তৃনমূল নেতৃত্ব হিসেবে কাজ শুরু করেন । তবে শুরু হয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন কবির। ২০১৬ সালে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান হুমায়ুন । তারপর আবার যোগদান কংগ্রেসে। কংগ্রেসে মন না টেকায় ২০১৮ সালে বিজেপিতে যোগদান। ২০১৯ এর ডিসেম্বরে আবার বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ। মাস আটেকের বিরতির পর আবার যোগাযোগ তৃনমূলে। ২০২১ এ সালার থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন হুমায়ুন কবির। কিন্তু তৃণমূলে হুমায়ুনকে ঘিরে বিতর্ক যেন থামছেই না।