এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir News কংগ্রেসের তীব্র আক্রমণ, জবাবে কী বললেন হুমায়ুন কবির?

Published on: November 18, 2025
Humayun Kabir News

Humayun Kabir News   দলের একাংশের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন একাধিকবার। নতুন দলের আত্মপ্রকাশের কথাও জানিয়েছেন। তারপর কিছুটা সুর নরম হতেও দেখা গেছে। এবার তৃনমূলের বিতর্কিত  নেতাকে নিয়েই কড়া অবস্থান জানাল কংগ্রেস। যা নিয়ে শোরগোল মুর্শিদাবাদ জেলার রাজনীতি।  ভরতপুরের বিধায়ক, বিতর্কিত তৃনমূল নেতা হুমায়ুন কবির ( Humayun Kabir) প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস জানান,  “হুমায়ুন কবিরের দরজা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কংগ্রেস কর্মীরা বন্ধ করে দেবে। কখনও তাঁর জন্য কংগ্রেস দল খোলা থাকবে না।”

Humayun Kabir News  ‘হুমায়ুন কবিরের জন্য কংগ্রেস দল খোলা থাকবে না’- মুর্শিদাবাদের জেলা কংগ্রেস

Humayun Kabir News  কংগ্রেসের আও অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে হুমায়ুন কবির এই ধরনের কাজ করছেন। জয়ন্ত দাস বলেন, “কখনও বলছেন, ‘ সিপিএম এর সঙ্গে আমি সিট ভাগাভাগি করব’। কখনও বলছেন, ‘নওশাদ সিদ্দিকির সাথেও করব’। কিন্তু করব আর লড়ব- এর মাঝখানেই তিনি আছেন।” কংগ্রেস মুখপাত্রের আরও অভিযোগ- ” তৃনমূল সর্বোচ্চ নেতৃত্বের প্রচ্ছন্ন মদতে হুমায়ুন কবির এই ধরনের মন্তব্য করছেন। কারণ তৃনমূল কংগ্রেস জানে এবার মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ভালো ফল করবে। কারণ তৃনমূলের গৃহযুদ্ধ, একটা বড় অংশের মুসলিম ভোট তৃনমূলকে না দিয়ে অন্যখানে যাবে। সেই ভোটকে আটকানোর আবার গতবারের মতোই হুমায়ুন কবিরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন-

Humayun Kabir News  কংগ্রেস দলে হুমায়ুন কবিরের দরজা বন্ধ। যা শুনে বেজায় চটেছেন হুমায়ুন কবির!

Humayun Kabir News   কী বলেছেন হুমায়ুন কবির?

Humayun Kabir News  হুমায়ুন কবির বলেন, ” কোনমতেই কংগ্রেস দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করিনি। বরং কংগ্রেসের অনেক নেতৃত্বরা অনেকভাবে যোগাযোগ করে।” তৃনমূল সুপ্রিমোর নেতৃত্বে বিতর্কিত মন্তব্য করে যারা তৃনমূল ছেড়ে চলে গেছে তাদের ফেরাতেই এই কৌশল? কংগ্রেসের তোলা এই অভিযোগ, প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির বলেন, ” করতেই পারি! আমি তো আমার কৌশল মুর্শিদাবাদের মানুষ কী বলতে চায়, গ্রামীণ মানুষ কী চায় সেই দিকেই গুরুত্ব আরোপ করেছি, আগামী দিনেও করব। মুখ্যপাত্র অ্যাপয়েন্টমেন্ট দেখাক আগে।”

Humayun Kabir News  পাল্টা কংগ্রেসের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির

Humayun Kabir News হুমায়ুনের অভিযোগ, কংগ্রেসকে অপ্রসাঙ্গিক করেছেন এরাই।  তিনি বলেন, “রাজনীতিতে একটা রাজনৈতিক দল যাদের মিনিমাম ১০% এর উপর ভোট থাকতে হয় , তবে তাদের মানুষের কাছে একটা পরিচিতি, গ্রহনযোগ্যতা থাকে। কংগ্রেস দল ২০১৬ থেকে ২০২১, ২১ থেকে ২৪ এর ভোট, একটা মাত্র ঈশা খান চৌধুরী যিনি এম পি হয়েছেন, অধীর চৌধুরী ৫ বারের এমপি থেকে দাম্ভিকতা দেখাচ্ছিল যে তাঁকে কেউ হারাতে পারবে না। কে কী বলছে তাদের কথার উত্তর দেওয়ার হুমায়ুন কবিরের প্রয়োজন নেই। “

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now