এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir হুমায়ুনকে ঘিরে তুলকালাম সালারে !

Published on: December 6, 2024
Humayun Kabir

Humayun Kabir  ভরতপুর ২ নম্বর ব্লক অফিসে তুলকালাম কাণ্ড শুক্রবার দুপুরে। বিডিও  অফিসের গেটের সামনে তৃণমূলের All India Trinamool Congress পতাকা হাতে ধর্নায় বসলেন একাংশের ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। দফায় দফায় সৃষ্টি হল  উত্তেজনা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ভরতপুর ২ BHARATPUR II Block Development Office ব্লক অফিসে ঢুকতেই উত্তেজনা চরম আকার ধারণ  করে এদিন । একদিকে হুমায়ুন অনুগামীরা অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীরা স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে।

এমনকি হুমায়ুন কবিরকে লক্ষ্য করে ‘গো ব্যাক’,  ‘চোর! চোর!’ স্লোগানও শোনা গেল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন মহকুমার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন থাকে র‍্যাফ, কমব্যাট ফোর্স। কী ইস্যুতে এদিন বিক্ষোভ ব্লক অফিসে? ভরতপুর ২ নম্বর ব্লকের বিডিওর সাথে দেখা করে বেড়িয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, এই অফিসে রয়েছে একটি দুষ্টু চক্র যারা নানান দুর্নীতিতে মদত দিচ্ছে। তাঁর ইঙ্গিত ব্লক সভাপতি ও তাঁর অনুগামীদের দিকে।

Humayun Kabir  কী বলছেন হুমায়ুন কবির ?

Humayun Kabir হুমায়ুন বলেছেন, “এখানে দলের মধ্যে বিভাজন আছে। বিধায়ককে যোগ্য সম্মান দেওয়া হয় না”। হুমায়ুনের দাবি নিজের মতো করে পঞ্চায়েত সমিতি চালায় এই ব্লক তৃণমূল সভাপতি। হুমায়ুন কবিরের দাবি, ঘাটের লিজ দেওয়া নিয়ে হুমকি দেওয়া হচ্ছে বিধায়ক ঘনিষ্ট পঞ্চায়েতকে। সেই কান্ডে বিডিওর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হুমায়ুনের পাল্টা জবাব দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি মস্তাফিজুর রহমানও। তাঁর অভিযোগ, গতকাল স্থানীয় একটি ফেরীঘাটের টেন্ডার স্থগিত করে দেওয়াতেই বিধায়কের রাগ গিয়ে পড়ে প্রশাসনের ওপর। হুমায়ুন কবির আর বিতর্ক যেন সমার্থক। শুক্রবার বিকেলে সালারে ফের শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই ক্রমশ উত্তপ্ত হচ্ছে  এলাকার রাজনৈতিক পরিস্থিতি।

 

 

 

 

 

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now