এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir “জোড়া ফুলে শূন্য করব” নতুন দল গড়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ হুমায়ুনের

Published on: December 22, 2025
Humayun Kabir 

Humayun Kabir  ২২ ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশ ঘটালেন তৃনমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর  Mla Humayun Kabir  । বেলডাঙার খাগরুপাড়ায় দলের আত্মপ্রকাশের সভা মঞ্চ থেকেই হুমায়ুনের হুঙ্কার। এদিন হুমায়ুন কবীরের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Humayun New Party বিধানসভা ভোটে ৪ আসনে ৩ জন হুমায়ুন কবির

Humayun Kabir ফের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর

হুমায়ুনের নতুন দল “জনতা উন্নয়ন পার্টি”

 

Humayun Kabir  এদিন হুমায়ুন কবীর বলেন, ” মমতাকে চ্যালেঞ্জ যদি সত্যি কথা বলার সাহস থাকে  তাহলে সামসামানি বসুন। বাংলার মানুষকে যে মিথ্যাচার আপনি করেন সেদিন প্রকাশ পাবে। আপনি মানুষকে ইউস এন্ড থ্রো করেন।  কতদিন এই শক্তি থাকে! আপনার সঙ্গে যদি কোন গদ্দারি করে থাকি আপনি বলবেন, আর আপনি কতরকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে আবার জানাব। সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। আপনি আমাকে বলছেন গদ্দার! মালদা থেকে এসে আমাকে সাসপেন্ড করার জন্য কার সাথে কথা বললেন-  লালগোলার বিধায়ক মহম্মদ আলি,  মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূলের সভাপতি অপূর্ব সরকারের সাথে আলোচনা করে বললেন হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দিলে কি দলের ক্ষতি হবে? ২০১১ তে পেয়েছিলেন, ২০০৪ এ প্রার্থী না দিয়ে ২২ প্রার্থী দিয়ে ৪ টে জিতেছিলেন। চ্যালেঞ্জ-  আপনার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে খাতা খুলে দেখাবেন! ২২ টা সিটে খাতা খুলবেন? বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে। আমি চ্যালেঞ্জ করছি বেঁচে থাকলে মুর্শিদাবাদে জোড়া ফুলে শূন্য করব। আগামী জানুয়ারি আসে ব্রিগেড ময়দানে সভা করে দেখাব। রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দেব, পারলে ঠেকিয়ে নিও। পারলে হুমায়ুন কবিরকে রুখে দিও। ৩১ শে জানুয়ারির আগেই হবে সভা।”

হুমায়ুন কবীরের নিশানায় মুখ্যমন্ত্রী

 

Humayun Kabir  জানুয়ারিতেই ব্রিগেডে সভার হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

আরও পড়ুন- Humayun New Party ২৬ এর ভোটে কংগ্রেস, সিপিএমকে আসন রফার ফর্মুলা হুমায়ুনের

Humayun Kabir   ইতিমধ্যেই ২৬ এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদের  ৪ আসনে ৩ জন হুমায়ুন কবীর ভোটে লড়বে- ঘোষণা করেছেন বিধায়ক হুমায়ুন কবীর।  দলের আত্মপ্রকাশের দিনেই রাজ্যের ৮ আসনে প্রার্থী ঘোষণা করেছেন হুমায়ুন।  জনতা উন্নয়ন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির Humayun Kabir  জানিয়েছেন, তিনি মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগর দুটি আসনে আগামী বিধানসভা ভোটে লড়াই করবেন। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে লড়বেন মনিষা পান্ডে। হুমায়ুন কবীরের চ্যালেঞ্জ, হুঙ্কার নতুন দলের আত্মপ্রকাশ সব নিয়ে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহল সরগরম।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now