এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir বাবরি মসজিদের জমি দেখে মুখ্যমন্ত্রীর সভার পথে হুমায়ুন

Published on: December 4, 2025
Humayun Kabir

Humayun Kabir বেলডাঙায় বাবরি মসজিদের জমি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার পথে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।  বৃহস্পতিবার সকালে বেলডাঙায় তিনি জানান, বহরমপুরে মুখ্যমন্ত্রীর সরকারি সহায়তা প্রদানের প্রশাসনিক সভায় তিনি যোগ দিচ্ছেন। এদিন তিনি দুটি জায়গা পরিদর্শন করেন। একটি জায়গা শিলন্যাসের জন্যে, একটি সভার জন্যে।

আরও পড়ুনঃ Waqf Adhir Chowdhury ওয়াকফ নিয়ে সরব মমতা, পাল্টা সুর চড়ালেন অধীর

Humayun Kabirহুমায়ুন বলেন, শিলান্যাস হবে সেজন্যে জায়গা ট্রাস্টি থেকে কেনা হয়েছে। এপ্রিলে নির্বাচন হওয়ার পর মসজিদ, ইসলামিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ, হোটেল কাম রেস্টুরেন্ট, হেলিপ্যাড  হবে। এখানে পরিস্কারের কাজ চলবে এদিন দুপুর ১২ টা থেকে। আমি বহরমপুরে মিটিং থেকে ফের এখানে আসব। ৬ তারিখেই শিলান্যাস হবে। আমার সঙ্গে কেও যদি অসহযোগিতা করেন তাহলে রেজিনগর থেকে পঞ্চাননতলা ৩০ কিমি রোড আমার দখলে থাকবে একথা আমি বলেছিলাম। ওই দিন ভাঙড় থেকে গাড়ি আসবে, ডায়মন্ডহারবার থেকে আসবে, হুগলি থেকেও আসবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মসজিদ নির্মাণের বিষয়ে আমার সঙ্গে কথা হয়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now