Humayun Kabir MLA ৪৮ ঘন্টা মধ্যে কী করবেন হুমায়ুন কবির ? দলকে দিলেন কড়া বার্তা। বুধবার ভরতপুরে হুমায়ুন কবির ফের নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের। বুধবার ভরতপুরে এসআইআর SIR নিয়ে তৃণমূলের ওয়াররুম উদ্বোধন করেন বিধায়ক। এরপর ভরতপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সভায় বক্তব্য রাখেন তিনি ।
আরও পড়ুনঃ Murshidabad SIR “প্রেজেন্ট ভোটার” বাদ গেলে ! অফিসারদের হুঁশিয়ারি হুমায়ুনের
Humayun Kabir MLA বুধবার কী বললেন হুমায়ুন ?
হুমায়ুন কবির বলেছেন, “আমরা কাউকে আগে আঙুল দেখাব না। কিন্তু আমাদের উপরে কেউ এক আঙুল তুললে দুই আঙুল তুলবো। ইট ছুঁড়লে পাথরে জবাব দেব। এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি” । এরপর অভিযোগের সুরেই বলেছেন, “আমি যে দলের বিধায়ক ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সালার , ভরতপুরের ওসিকে ব্যবহার করে গননা কেন্দ্রে কী ভাবে অরাজকতা সৃষ্টি করে তারা কিভাবে নির্বাচিত হয়েছিল। দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই সব মেম্বার প্রধানরা আমাদের সাথে কোন যোগাযোগ নেই । তারা শুধু জমি লুঠ করতেই ব্যস্ত” ।

Humayun Kabir MLA তবে হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন। হুমায়ুন বলেছেন , ” তাঁদেরকে সাবধান করে দিচ্ছি। তাঁদের জন্য আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তোমাকে এখানে লুঠ করে খেতে দেব না” । কান্দির বিধায়ক দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারকে না না করেই বলেছেন, ” নেতাগিরি করবো আর ভোটের বেলায় তৃণমূলে জোরা ফুলে তিন নম্বর থাকবো। কান্দিতে ৩ নম্বর, বহরমপুর পৌরসভায় তিন নম্বর তারা আমাদের নেতা হবে দিয়ে আমাদের চুল চেপে অর্ডার দেবে তা আমরা মানবো না” ।
Humayun Kabir MLA দিলেন ৪৮ ঘন্টার ওয়ার্নিং ?
কিন্তু দল যদি ব্যবস্থা নেই ? তা রউত্তরও দিয়েছেন হুমায়ুন কবির। বেঁধে দিয়েছেন ৪৮ ঘন্টার সময় সীমা। হুমায়ুন বলেছেন, ” প্রকাশ্যে বলছি। তাতে যদি দল মনে করে আমাদের মতো অযোগ্য ব্যক্তির দরকার নেই। দল যেদিন বলে দেবে তাঁর ৪৮ ঘণ্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় জেহাদ, রাজনীতির কী রং পাল্টাবে দেখে নেবেন” ।














