Humayun Kabir MIM Humayun Kabir একের পর এক চমক হুমায়ুন কবিরের। তিনি আগেও একাধিক দল পাল্টেছেন। কিন্তু এবার যেন নিজেই রাজনীতির গতিপথ তৈরি করছেন। ঘোষণা করেছিলেন ২২ ডিসেম্বর বহরমপুরে নতুন দল তৈরি করবেন। এবার তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir) জানালেন, হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির ‘মিমের’ (MIM) সঙ্গে জোট করবেন।

Humayun Kabir MIM Humayun Kabir শনিবার, আগের ঘোষণা মতো বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। যে ঘটনায় রাজ্য ছাড়িয়ে দেশের নজর ছিল। রবিবার রেজিনগরে এই জোটের কথা জানিয়ে তাঁর হুঙ্কার, আগামী ভোটে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল শূন্য হয়ে যাবে। জোটের বিষয়ে কংগ্রেস, আইএসএফের সঙ্গেও তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন। নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তিনি ঘোষণা করেছিলেন, হুমায়ূনকে সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুনঃ Humayun Kabir: হুমায়ুন কবিরের নিশানায় মুখ্যমন্ত্রী

Humayun Kabir MIM মিমের সঙ্গে জোট
Humayun Kabir MIM Humayun Kabir কিছুদিন আগে থেকেই নতুন দল ঘোষণার কথা জানিয়েছিলেন হুমায়ুন। বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভার দিনে তৃণমূল থেকে সাসপেন্ডের পরেই ২২ ডিসেম্বর বহরমপুরে নতুন দলের আত্মপ্রকাশের কথা জানিয়েছিলেন। এবার তাঁর দাবি, আসাদউদ্দিন ওয়েইসির দলের সঙ্গে ‘সিট অ্যাজাস্টমেন্ট’ করেই লড়াই করবে তাঁর দল। হুমায়ুন বলেন, আমি হিন্দু অধ্যুষিত আসনেও প্রার্থী দেব। তবে অবহেলিত, বঞ্চিত মুসলিম ভাইদের বলব,তোমরা ‘ইমান’ নিয়ে চলো ও ৯০ টা আসনে পাতাখোর, গাঁজা খোরদের, মদ খোরদের, সুদ খোরদের তোমরা ভোট দিও না। যারা সাচ্চা মুসলিম হবে তাঁদের ভোট দিয়ে তোমাদের শক্তির জানান দাও। রাজ্যে ১৫৪ টির মধ্যে ৯০টি মুসলিম অধ্যুষিত। এবং সেই আসনগুলি আমরা জিতব। হায়দরাবাদের আসাদুদ্দিন ওয়াইসি ও হুমায়ুন কবির একজোট হবে। ওয়াইসির সঙ্গে কথা হয়েছে। রাত্রিতে কথা হয়েছে। ওয়াইসি আমাকে কথা দিয়েছেন আপনি বাঙ্গলার ওয়াইসি ও আমি হায়দরাবাদের ওয়াইসি।
Humayun Kabir MIM নিশানা ফিরহাদকে
Humayun Kabir MIM Humayun Kabir শনিবার রেজিনগরে মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের বিধায়ক। সেখানে মানুষের সমাগম দেখে উচ্ছ্বসিত হুমায়ুনের দাবি, হাইদরাবাদের ওয়েইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির এক জোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে লড়াই শুরু করবো। প্রধানমন্ত্রী তো পরের কথা আগে মুখ্যমন্ত্রীর পদ ধরে থাকুক। তারপরে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেও এখনই তা করছেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবির। ফিরহাদ হাকিমকে নিশানা করে তিনি জানান, ফিরহাদকে বলব তুমি কতো বড় তোমাকে বন্দর আসনেই জবাব দেব। তুমি আমার সঙ্গে লড়তে এসো তোমার জামানত বাজেয়াপ্ত করবো। আমাদের জোটের সঙ্গে আর কারা থাকবেন ভবিষ্যতে জানতে পারবেন।
Humayun Kabir MIM আত্মপ্রকাশের অনুষ্ঠানে কারা?
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন কবির। ২২ তারিখ নতুন দলের আত্মপ্রকাশের আগে হুমায়ুনের হুঙ্কারে তুঙ্গে রাজনীতির পারদ। এবার দেখার ২২ ডিসেম্বর বহরমপুরে দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে কারা থাকেন?















