এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir Masjid বীরভূম, মালদাতেও বাবরি মসজিদঃ হুমায়ুন

Published on: December 7, 2025
Humayun Kabir

Humayun Kabir Masjid  মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরে শুধু নয়, বীরভূম, মালদাতেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এল হুমায়ুন কবীরের (Humayun Kabir) কাছে। শনিবার রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সারা দেশে সাড়া ফেলেছে। ঘটনায় আত্মিশ্বাস তুঙ্গে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুনের। তাঁর নতুন রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে শাসকদলের প্রতি একের পর গোলা ছুড়ছেন তিনি। তারই মধ্যে রবিবার জানালেন, বীরভূম থেকে প্রস্তাব এসেছে। মালদা থেকেও প্রস্তাব এসেছে। আগে এটা শুরু করি। কম করে তিন বছর সময় লাগবে এই বাবরি মসজিদ সম্পূর্ণ হতে। তাঁর সঙ্গে আমি ওখানে ইসলামিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়,হোটেল, পার্ক করব। এটা চলতে চলতে যদি তারা সক্রিয় দেখায়, বীরভূম ও মালদাতে দ্বিতীয় ও তৃতীয় বাবরি মসজিদ হবে।

আরও পড়ুনঃ Humayun Kabir MIM: আসাদুদ্দিনের মিমের সঙ্গে জোট করে ভোটে লড়ার ঘোষণা হুমায়ুনের

Humayun Kabir Masjid বিজেপি ও তৃণমূল বিরোধী সব দলকেই স্বাগত হুমায়ুনের

Humayun Kabir Masjid এদিন সকালেই হুমায়ুন জানিয়েছিলেন, তাঁর সঙ্গে হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির কথা হয়েছে। ওয়াইসির দল মিমের সঙ্গে জোট করে আগামী বিধানসভা ভোটে লড়বেন তিনি। এরপর জানান, কংগ্রেস, সিপিএমের সঙ্গে জোটের সম্ভাবনা প্রবল। বিকেলে তিনি বললেন, বিজেপি ও তৃণমূল বিরোধী সব দলকেই স্বাগত জানাচ্ছেন। হুমায়ুন আরও বলেন, যারা তৃণমূল, বিজেপিকে হারাতে চান, আমার পার্টির কাছে দরজা খোলা থাকবে। প্রাথমিকভাবে ওয়াইসির সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমার সঙ্গে জোট করে ভোটে লড়তে রাজি আছেন।

Humayun Kabir Masjid  নওশাদ সিদ্দিকির সঙ্গেও কথা

হুমায়ুন বলেন, নওশাদ সিদ্দিকির সঙ্গেও আমার কথা হয়েছে। এমনকী সিপিআইএম পার্টির কর্ণধারদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়ে আছে। বাকি আছে জাতীয় কংগ্রেস। রাজ্যে তাদের অস্তিত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। তার নেতা অধীররঞ্জন চৌধুরী, মালদা জেলার নেতা সাংসদ ইশা খান চৌধুরী। আর উত্তর দিনাজপুরের নেত্রী দীপা দাশমুন্সী। এই তিনজন আমার সঙ্গে জোট করতে চাইলে আমার তরফ থেকে আপত্তি থাকবে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now