Humayun Kabir নতুন বছরের শুরুতেই ফের চ্যালেঞ্জ ছুঁড়লেন ভরতপুরের বিধায়ক, জনতা উন্নয়ন পার্টির Janata Unnayan Party চেয়ারম্যান হুমায়ুন কবীর Humayun Kabir । শুক্রবার বেলডাঙায় বড়ুয়া মোড়ে নতুন দলের অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন করেন হুমায়ু। সেখানেই সাংবাদিক বৈঠক করে রীতিমতো টার্গেট বাঁধলেন। টার্গেট ২৬ এর বিধানসভা ভোট। হুমায়ুনের নিশানায় মুর্শিদাবাদ জেলা তৃনমূল। নিশানায় তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। হুমায়ুন এদিন বলেন, ” মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছে আমার চ্যালেঞ্জ- লোকসভা তো দেরী আছে। তাহেরের বিরুদ্ধে আমি দাঁড়াব। বিধানসভা আসছে, আমি রেজিনগর, বেলডাঙা দুটোতেই কনটেস্ট করব। দেখি মমতা ব্যানার্জির কত শক্তি আছে আমাকে হারাক। আর তাদেরকে একবার জেতাক। মহম্মদ আলীকে জেতাক”।
আরও পড়ুন- Humayun Kabir হুমায়ুনের সঙ্গী নওশাদ ? হবে জোট ?

Humayun Kabir “দেখি মমতা ব্যানার্জির কত শক্তি আছে আমাকে হারাক” মন্তব্য হুমায়ুন কবীর
Humayun Kabir এদিন হুমায়ুন কবীর আরও বলেন, “তৃনমূলের সর্বোচ্চ নেতা নেত্রী, মুর্শিদাবাদের আমি বাদে ১৯ টা এমএলএ, ৩ জন এমপিকে আমার চ্যালেঞ্জ থাকল দেখব দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারে কিনা মুর্শিদাবাদ জেলায়। দুই অঙ্কের ঘরে যদি পৌঁছতে পারে তাহলে আমার রাজনীতির ৪৩ বছর বৃথা যাবে। দেখব কত বড় বাহাদুর নেতা আছে তারা লড়বে। আর আমি আমার জনতা উন্নয়ন পার্টির সিম্বল পেতে দেরী হবে কারণ আইএসএফে একজন হায়ার পার্চেস সিম্বল নিয়ে ভোটে লড়েছে। আমিও একটা প্রস্তুত রেখেছি। কারণ আমি যদি আমার চয়েস মতো লোগো না পাই আমিও রাজ্যের বাইরের একটা রেজিস্ট্রেশন পার্টির সেই পার্টির সিম্বল অলরেডি তাদের সাথে এগ্রিমেন্ট করে নিয়ে নিয়েছি। যেটাতে আমি মনে করলেন সেই লোগোতেও আমি ভোটে লড়ব”। তিনি আরও বলেন, “কাজেই লড়াইটা হোক না আগামী দিনে। আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তির জন্য সর্বভারতীয় না রাজ্য পার্টি জানি না! মুখে তো সর্বভারতীয় বলে! আজকে সর্বভারতীয় না রাজ্য পার্টির , লোকসভার নেতা যাকে ফোন পাওয়া যায়না, মেসেজ দিলে উত্তর পাওয়া যায়না। তিনি এখন আমাকে নিয়ে চিন্তায় পরে গেছেন। এটাই তো আমার নৈতিক জয়। তিনি বলছেন- হুমায়ুন কবীর কেন মসজিদ করবে? আরে তোমার পিসিকে আগে থামাও। জগন্নাথ ধামে পাঠাও, তারপরে না হয় আমি ছেড়ে দেব চেয়ারম্যান পদ। পিসি যদি জগন্নাথ ধামে যায়, আমিও সৌদি আরব যাব।”

আরও পড়ুন- Humayun Kabir হুমায়ুনের ২ বিরোধী ফিরে পেলেন চেয়ার
Humayun Kabir “মুর্শিদাবাদে আমি বাদে ১৯ টা এমএলএ, ৩ জন এমপিকে আমার চ্যালেঞ্জ থাকল, দেখব দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারে কিনা! ” হুমায়ুন কবীর
Humayun Kabir উল্লেখ্য, ডিসেম্বরের ৪ তারিখ তৃনমূল থেকে সাসপেন্ড করা হয় হুমায়ুন কবীরকে। ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেন তিনি। ডিসেম্বরের ২২ তারিখ নতুন দল জনতা উন্নয়ন পার্টির সূচনা করেন হুমায়ুন কবীর। ২৬ এর শুরুতেই ফের ছুঁড়লেন চ্যালেঞ্জ। যা নিয়ে সরগরম জেলা রাজনৈতিক মহল।











