Humayun Kabir শো কজ  নোটিশে কেন গর্বিত  হুমায়ুন কবির ?

Published By: Imagine Desk | Published On:

Humayun Kabir  তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে বার বার সতর্ক করা সত্ত্বেও চুপ থাকেননি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। প্রকাশ্যেই  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Abhishek Banerjee পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি, প্রকাশ্যে তৃণমূলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মুখও  খোলেন তিনি। ফিরহাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার অভিযোগ ছিল, কিছু তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে Mamata Banerjee ভুল বোঝাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে, এবার হুমায়ুন কবিরকে শোকজ নোটিস ধরাতে চলেছে তৃণমূল। তবে, এর পরেও তিনি চুপ থাকছেন না । রাজনীতির ময়দানে কাউকেই ভয় পান না বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন।

Humayun Kabir শো কজ নিয়ে কী দাবী হুমায়ুনের ?

Humayun Kabir  হুমায়ুন কবির জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি শোকজ নোটিস পাননি। তবে, শোকজ পেলে তিনি যথাযোগ্য জবাব দেবেন। তিনি আরও বলেন, দলের ভাল চান এবং নেত্রী দীর্ঘজীবী হোন, তবে ব্যক্তিগতভাবে আঘাত পেলে কোনও দিন আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না। শোকজ নোটিস পাঠানোর বিষয়টি জানিয়ে হুমায়ুন বলেন, তিনি এতে গর্বিত।

কিন্তু কেন ?  হুমায়ুন মনে করিয়ে দিয়েছেন ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি তাঁকে বিনা নোটিশে দল থেকে বহিষ্কার করা  হয়েছিল। এবার তাও নোটিশের কথা শোনা যাচ্ছে।

Humayun Kabir  হুমায়ুনের বক্তব্য, “রাজনীতির ময়দানে কাউকে ভয় করি না। যা জানানোর, যথা সময়ে জানাব দলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেত্রী নিয়ে এসেছেন। তাঁর হয়ে কথা বললে শৃঙ্খলাভঙ্গ হবে কেন?” হুমায়ুন বলেছেন, “নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করবো”। সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন দলে সাসপেন্ড করলে কলকাতায় ঢাক ঢোল পিটিয়ে জানাবেন।