Humayun Kabir ২২ এ কড়া জবাব- হুঙ্কার হুমায়ুনের।
Humayun Kabir হাতে মাত্র আর দু’দিন। তারপরই রাজ্যে বিধানসভা ভোটের আগে এখনও পর্যন্ত হিসেবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হতে চলেছে তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দলের আত্মপ্রকাশ। সেই দলে কারা থাকবেন তা নিয়ে নানা জল্পনা। আত্মবিশ্বাসী হুমায়ুন দাবি করছেন, যে লোক কোনও সমাবেশে দেখা যায়নি, সেরকম জমায়েত হবে।
Humayun Kabir হুমায়ুন কবীর (Humayun Kabir) শুক্রবার বলেন, মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় রেকর্ড সমাবেশ হবে ২২ ডিসেম্বর। মির্জাপুর খাগরুপাড়া মোড়ে প্যান্ডেল হচ্ছে। অনুমতি পেয়ে গিয়েছি, মহকুমা শাসক, বেলডাঙা থানারও অনুমতি পেয়েছি। ২২ ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে এমনটাই জানালেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক। সভার প্রস্তুতি নিয়ে শুক্রবার রেজিনগরে হুমায়ুন কবীর আর কী বললেন?

আরও পড়ুনঃ Murshidabad ZP “চোর জেলা পরিষদ” , ইস্তফা তৃণমূলের শাহনাজ বেগমের
Humayun Kabir কী চমক থাকছে হুমায়ুনের নতুন দলে?
Humayun Kabir হুমায়ুন বলেন, মুর্শিদাবাদ জেলায় রেকর্ড সমাবেশ হবে ২২ ডিসেম্বর। আজ পর্যন্ত কোনও সমাবেশে মুর্শিদাবাদে এতো দর্শক হয়নি। স্বাধীনতার পর যত রাজনৈতিক সভা, সমাবেশে লোক হয়েছে রেকর্ড করবে। মির্জাপুর খাগরুপাড়া মোড়ে প্যান্ডেল হচ্ছে। অনুমতি পেয়ে গিয়েছি, মহকুমাশাসক, বেলডাঙা থানার আইসি-রও অনুমতি পেয়েছি।
Humayun Kabir দলের লক্ষ্য কী?
Humayun Kabir তিনি আর জানান, ২০২৬-এর লক্ষ্যে দল ঘোষণা হবে। আমার একটাই মিশন, সমগ্রা রাজ্যের প্রশাসনের কাছে বার্তা, শাস দলের কাছে বার্তা দিতে চাই। একচেটিয়া তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষের সঙ্গে ছল, চাতুরি করা হয়েছে। তোলাবাজি, দুর্নীতি, চাকরি বিক্রি করা সব কিছুর জবাব ওই দিন ওখান থেকে দেওয়া হবে। তবে এদিন হুমায়ুন কবীর স্পষ্ট করেন তাঁর সভা নিয়ে আর কোনও চক্রান্তের বাতাবরণ নেই। আপাতত তাঁর ফোকাসে নতুন দলের আত্মপ্রকাশ।
Humayun Kabir হুমায়ুন আরও বলেন, বাবরি মসজিদ নিয়েও তো বারবার মামলা হচ্ছে হাইকোর্টে। কালকেও একজন মামলা করেছিলেন। হাইকোর্ট মামলা খারিজ করে দিয়েছে। বলেছে, উনি কোনও অসাংবিধানিক কাজ করছেন না।বাবরি মসজিদ, ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, হোটেল কাম রেস্তোরাঁ এসব পূর্ণতা পেলে বেলডাঙা অনেক উন্নত জায়গায় চলে যাবে। ট্যুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত হবে।
Humayun Kabir বাংলাদেশ নিয়ে কী বললেন হুমায়ুন?
বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা জরুরি। মুহাম্মদ ইউনুসের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেই সরকার সঠিকভাবে বাংলাদেশে শান্তি স্থাপন করতে ব্যর্থ।















