Humayun Kabir ফের বেলাগাম হুমায়ুন কবির। পুলিশকে নিম গাছে বেঁধে রাখার নিদান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবিরের । বিধায়কের মন্তব্যে চড়ছে রাজনীতির পারদ। চড়া সুর বিরোধীদের। রবিবার ভরতপুরে যোগদান সভা থেকে কার্যত পুলিশকে হুশিয়ারি দিতে শোনা যায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন হুমায়ুন কবিরকে। ঠিক কী বলেছেন হুমায়ুন কবির ?
ভরতপুর ১ নম্বর ব্লকের বর্তমান ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম টার্জানকে এদিন নাম না করে নিশানা করেন হুমায়ুন কবির। বিধায়ক বলেন, “ কেউ কেউ ভাবছে ভরতপুর থানা নাকি তাঁর পকেটে আসছে। থানার ভয় দেখাচ্ছে। আমি ভারতপুর ওয়ার্ডের সেই নেতাদের বলছি। আমাদের নিয়ে বেশি খেলতে যাবে না। গোটা ভরতপুর থানা কেন গোটা জেলা প্রশাসনকে কীভাবে নাড়িয়ে দিতে হয়, সে হুমায়ুন কবির জানে।”
এরপর নিশানা করেন পুলিশকেই। হুমায়ুন কবির বলেন, “ (পুলিশ) বেশি তাঁবেদারি রাজনীতি করলে, আমরা কর্মীদের বলে দেবো। যে অফিসার বেশি তাঁবেদারি করবে, তাঁকে যেন ওখানে নিম গাছে বেঁধে রাখে। আমাকে খবর দেবে। তারপর আমি এসে ছাড়াবো। তারপর এসে বাঁধন খুলবো”। হুমায়ুনের দাবি, ঊর্ধ্বতন অফিসারদের নিয়ে এসে ব্যাখা দেওয়া হবে। তারপর ছাড়া হবে। এটাই আমার পরিষ্কার কথা”। হুমায়ুন পন্থীদের কথা না শুনলে থানা ঘেরাও করার হুমকিও দিয়েছেন হুমায়ুন কবির। তৃণমূল বিধায়কে মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। গৌরীর দাবি, হুমকি দেওয়াটাই তৃণমূলের সংস্কৃতি।