Humayun Kabir ফের বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর বিধানসভা কেন্দ্রের সালারে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চ থেকে সরাসরি তোপ দাগলেন। হুমায়ুনের হুঙ্কার বহরমপুর- মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তাঁর বিধানসভার দুই ব্লক সভাপতির উপস্থিতি নিয়ে। তাঁর আক্রমণের লক্ষ্য বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার ও বহরমপুর- মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ভীষ্মদেব কর্মকার।
Humayun Kabir ফের বিস্ফোরক হুমায়ুন কবীর
Humayun Kabir মঙ্গলবার দুপুরে সালারে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুন কবীর বলেন, ‘ আমি অন্যায় করিনা, অন্যায়ের সাথে কোন কম্প্রোমাইজ করিনা। আজকে সালারে দাঁড়িয়ে নতুন করে বলছি আমার চ্যালেঞ্জ, ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নাম টা শুধু ডিক্লেয়ার করেছিল। অনেক প্রতিকূলতা, অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে , দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তারপরের থেকেও এখনও সেই লড়াই , সংগ্রাম, বিরোধিতার মধ্যেই আমাদেরকে চলতে হচ্ছে।’ এরপরেই অল আউটের হুঁশিয়ারি তাঁর। বলেন, ‘ ১৫ ই আগস্ট পর্যন্ত সংযত থাকব। ১৫ র পরে এই তৃণমূলের জোড়া ফুলের প্রতীক নিয়েই ‘ অল আউট’; লড়াইয়ে যাব। যদি জেলার সভাপতি কান্দি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় , আমি গোটা জেলায় এর সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাব। কাদের নিয়ে যোগাব, তার পরিণতি কী হবে? তার জন্য তৈরি থেকো বন্ধু। তৈরি থেকো, আমার লড়াই করার অভ্যাস আছে। লড়াই করে কী করে ময়দান থেকে জয়লাভ করতে হয় আমি জানি।’
Humayun Kabir বহরমপুরের যুব তৃণমূলের প্রস্তুতি সভা প্রসঙ্গে তোপ দাগেন হুমায়ুন। বলেন, ‘ আশ্চর্য হয়ে যাই একটা যুবর ব্যানারে ২১ শে জুলাইকে সামনে রেখে মিটিং হচ্ছে, যেখানে ১৬ টা ব্লক, ১৩ টা বিধানসভা কোন বিধানসভা থেকে কোন মাদারের ব্লক সভাপতি বহরমপুরে যায় নি। আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে। আমাদের বিরোধিতা করার জন্য। আমাদের পেছনে ম্যাউ ম্যাউ করার জন্য। ম্যাউ ম্যাউ যত খুশি লাগাতে পারো বন্ধু , আমি যেদিন লাগব সেদিন আর কোথায় যাবা, গর্তও খুঁজে পাবা না লুকাবার জন্য আমি পরিষ্কার করে বলছি। অনেক সহ্য করেছি। এখানে আমাদের একজন রাজ্যস্তরের বলিষ্ঠ নেতা কয়েক দিন আগে জেলায় এসেছিল। অন্য কোন ব্লক সভাপতি না! ভরতপুরের ব্লক সভাপতিকে ফুলের তোড়া নিয়ে সার্কিট হাউসে ঢুকিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে যে অভিনন্দন জানাচ্ছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে। আর কোন জেলা সভাপতি, ব্লক সভাপতির সেখানে জায়গা হচ্ছে না। একটাই কারণে জেলার সভাপতি ভাবছেন যে উনি ডুবে ডুবে জল খান কেউ দেখতে পান না।’
Humayun Kabir ২১ শে জুলাইয়ের আগে হুমায়ুনের হুঙ্কার কি অস্বস্তিতে ফেলল তৃণমূলকে? উঠছে প্রশ্ন। চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে।