Humayun Kabir History মুখ্যমন্ত্রীর সভায় এসে শুনলেন, দল সাসপেন্ড করেছে। সঙ্গে সঙ্গেই বহরমপুর স্টেডিয়াম ছাড়লেন ক্ষুব্ধ ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবির যখন মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে এসেছেন সেই সময়ই কলকাতা থেকে তাঁকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র , রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সাংবাদিক বৈঠকে ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও হরিহরপাড়ার বিধায়ক, জেলা তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখ। এতে বেজায় চটেছেন হুমায়ুন কবিরও। সাফ জানিয়েছেন, ২২ তারিখ নতুন দল গড়ছেন। শুক্রবার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলেও জানান হুমায়ুন।
Humayun Kabir History ২০২০ র ৬ ই আগস্ট বহরমপুর টেক্সটাইল মোড়ে দ্বিতীয় বারের জন্য তৃণমূলের পতাকা ধরেছিলেন হুমায়ুন কবির। তারপর টানা রয়েছেন দলে। একুশের বিধানসভা থেকে পঞ্চায়েত ভোট, লোকসভা ভোটে বারবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। তবে ২০২৪ এর ডেসেম্বরের শুরুতেই সেই সম্পর্কে ইতি পড়ল। যদিও হুমায়ুনের এই দলত্যাগ নতুন নয়। মধ্যবঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবির বরাবরের বিতর্কিত চরিত্র।
আরও পড়ুনঃ Rejinagar Assembly হুমায়ুনের হুঙ্কারে হটসিট রেজিনগর ?
রেজিনগরে কংগ্রেস দল থেকে হুমায়ুনের রাজনীতিতে উত্থান। জেলা পরিষদ সদস্যও হন। অধীর চৌধুরীর অনুগামী হিসেবেই পরিচিত ছিলেন। ২০১১ সালে রেজিনগর থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন । তবে এরপর কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। ২০১২ সালের ২০ নভেম্বর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন হুমায়ুন কবির। সেবার বিধায়ক পদ থেকে ইস্তফাও দেন তিনি । প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের প্রতিমন্ত্রী হন । ২০১৩ সালে তৃণমূলের হয়ে উপনির্বাচনে লড়েন হুমায়ুন । সেবার উপনির্বাচনে হেরে যান । জেলা তৃনমূলের নেতা হিসেবে কাজ শুরু করেন । তবে, তৃণমূল নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য শুরু হয় হুমায়ুনের ।
Humayun Kabir History ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হুমায়ুন। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে রেজিনগর আসন থেকে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান । সেই আসনে প্রার্থী দেয় কংগ্রেস, তৃণমূল দুই দল। তারপর আবার হুমায়ুন যোগদান করেন কংগ্রেসে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ময়দানেও নেমেছিলেন হুমায়ুন কবির। কংগ্রেসে মন না টেকায় ২০১৮ সালের জুন মাসে বিজেপিতে যোগদান করেন ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির’র টিকিটে লড়েছেন হুমায়ুন। তবে ২০১৯ এর ডিসেম্বরে আবার বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন তিনি । আবার যোগ দেন তৃনমূলে। ২০২১ সালে ভরতপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে তাঁকে। কংগ্রেসকে হারিয়ে জেতেন হুমায়ুন। ২০২৫ এর ডিসেম্বরে ফের তৃণমূলের সঙ্গে সম্পর্কের যবনিকা পতন ।
Humayun Kabir History বর্ণময় হুমায়ুন। কতদূর পড়াশোনা ? সম্পত্তি কতো ?
Humayun Kabir History হুমায়ুন কবির নির্বাচনী এফিডেফিটে জানিয়েছেন তিনি উচ্চমাধ্যমিক পাশ। ২০১৩ সালে মহারাষ্ট্রের ইন্ডিয়ান কাউন্সিল ফর ওপেন স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। ( তথ্য সূত্রে Association for Democratic Reforms (ADR)) হুমায়ুন কবিরের নামে রয়েছে ১০ টি মামলা। তাঁর মধ্যে রয়েছে খুনের চেষ্টা , কিডন্যাপিং , সরকারি আধিকারিককে কাজে বাধার মতো অভিযোগ। তবে এখনও অবধি কোনও মামলায় দোষী সাব্যস্ত হন নি তিনি। ( তথ্য সূত্রে Association for Democratic Reforms (ADR))
আরও পড়ুনঃ Humayun Kabir 2025 হুমায়ুনকে মাঠ ছাড়তে নারাজ নেতারাও
Humayun Kabir History ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী হুমায়ুন কবিরের সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭ লক্ষ ৪২ হাজার ৩০০ টাকা। ২০১৯ সালের মোট সম্পত্তি ছিল ৩ কোটি ৬৩ লক্ষ ৮ হাজার ৩৭৪ টাকা। ২০১৬ সালে তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৯৬ লক্ষ ৫৪ হাজার ৮২৬ টাকা। ২০১৩ সালে রেজিনগর উপনির্বাচনের সময় সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৩৬ লক্ষ ৪৩ হাজার ১৬৫ টাকা। ২০১১ সালে এই সম্পত্তি ছিল ১ কোটি ৪ লক্ষ ৬৫ হাজার ৪৮৬ টাকা।( তথ্য সূত্রে Association for Democratic Reforms (ADR)














