Humayun Kabir ৬ ডিসেম্বর হুমায়ুনের টার্গেট ২ লক্ষ ! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২ লক্ষ মানুষ আসবেন হুমায়ুন কবিরের “বাবরি মসজিদের” শিলান্যাসে । এমটাই দাবি করছেন ভরতপুরের Bharatpur Assembly তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কতো লোক হবে ? প্রশ্নের জবাবে রবিবার হুমায়ুন বলেছেন, “, ৬ তারিখে জানা যাবে, লম্বা তালিকা আছে আমন্ত্রিতর । তাঁদের মধ্যে কে কে আসবে, কে কে এসে পৌঁছাবে না এটা তো আমি এত আগে কী করে বলব। আমার আইডিয়া ২ লক্ষের বেশি লোক হবে” ।
আরও পড়ুনঃ হুমায়ুন কবিরে কার ছায়া দেখছেন দেবাংশুরা ?
Humayun Kabir ৬ ডিসেম্বর কারা আসবেন ?
তৃণমূল বিধায়কের দাবি, রাজ্যের বিভিন্ন প্রশ্ন থাকা আসছে ফোন। তিনি বলছেন, ” যেভাবে গোটা রাজ্যের মানুষ, কী বীরভূম কী মালদা, দিনাজপুর, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদীয়া বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমাকে ফোন করছে বা আসার আগ্রহ দেখাচ্ছে তাতে আমার ( এটা) ধারনা। এখানে যখন কোন পলিটিক্যাল পোগ্রাম হয় তখন তাঁদের আসার জন্য বিভিন্ন রকম ভাবে ট্রান্সপোর্ট সরবরাহ করতে হয়। আমি তো এসব কিছু করছি না। আমি তো শুধু আহ্বান করেছি মসজিদের শিলান্যাস হবে সেখানে মানুষকে উপস্থিত হওয়ায় জন্য আহ্বান জানিয়েছি, বিশেষ করে মুসলিম কমিউনিটির মানুষদের। তারা আগ্রহ প্রকাশ করছে” ।
Humayun Kabir হুমায়ুন আরও বলেছেন, ” কত লোক হবে, কত লাখ লোক হবে সেটা তো সময় কথা বলবে। ৬ তারিখ জানা যাবে” । তার আগে ৪ ডিসেম্বর বহরমপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হুমায়ুন বলেছেন, “মুখ্যমন্ত্রী আসার সাথে এই পোগ্রামের তো কোন সম্পর্ক নেই। এই পোগ্রাম টা ৬ই ডিসেম্বরের কথা আমি এক বছর আগে ঘোষণা করেছি। সেটা ছিল একটা ভিত্তিস্থাপন করার কথা। মুখ্যমন্ত্রী আসছেন মুখ্যমন্ত্রীর সময় সূচী অনুযায়ী। নিশ্চয় তিনি এই জেলার উন্নয়নের স্বার্থে তিনি আসছেন । সেটা করে যাবেন এর সাথে আমার ৬ তারিখের সিডিউলের কোন আলাদা করে যোগ আছে বলে আমি মনে করি না”।















