Humayun Kabir ঘাটের নামে ১৪ লক্ষ। চেক বাউন্স। হুমায়ুনের নামে থানায় অভিযোগ

Published By: Imagine Desk | Published On:

Humayun Kabir ভরতপুরের  তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে কোন্দলের মাঝেই এবার ভরতপুরের  বিধায়ক Bharatpur MLA  হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। প্রতারণার অভিযোগ এনে থানায় তৃণমূল Trinamool Congress কর্মীরাই।  ওই তৃণমূল কর্মীদের অভিযোগ,  ফেরিঘাটের লিজ  পাইয়ে দেওয়ার নাম করে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক । শুধু তাই নয় বিধায়কের থেকে  দেওয়া চেক বাউন্স করেছে বলেও  অভিযোগ। অভিযোগকারী কতবীর আলী সেখের দাবি,  ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে বিধায়ক হুমায়ুন কবির কয়েক এই টাকা নেন । যদিও সেই ঘাট দেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে তাদের দুটি চেক দেওয়া হয়, সেই চেক বাউন্স করে বলে । এই নিয়েই এদিন থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Humayun Kabir – আরও পড়ুন- Humayun Challange: মুর্শিদাবাদে ভোটে দাঁড়ান! শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের

Humayun Kabir  অভিযোগকারীরা সকলেই  ভরতপুর থানার অন্তর্গত জোরগাছি, লোহাদহ ও ভালুইপাড়া সাকিমের স্থায়ী বাসিন্দা । অভিযোগকারী কতবীর আলী সেখ আরও বলেন,   ” আমরা তৃণমূল কংঘেসের একনিষ্ঠ সক্রিয় কর্মী  হওয়ায় আমাদের বিধায়ক হুমায়ুন কবিরের  সহিত আমাদের সু-সমপর্ক গড়ে ওঠে। বিধায়ক সাহেব আমাদেরকে বলে যে, তোমরা যদি ‘লোহাদহ ফেরিঘাট, আমলাই অঞ্চল, ভরতপুর থানার ঘাটটি ডাক/লীজ এক বৎসরের জন নিতে চাও তাহলে   ১৪ লক্ষ ঢাকা লাগবে”। এরপর সেই টাকা দেওয়া হলেও ঘাট পাওয়া যায় নি। টাকা ফেরত পাওয়া যায় নি বলেই অভিযোগ উঠেছে। এই বিষয়ে বিধায়কের কোন বক্তব্য এখনও মেলেনি।  শুধু থানায় নয় এর পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্বের কাছেও অভিযোগ করা হয়েছে। যদিও এই ঘটনা সামনে আইতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।