এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir: কংগ্রেস, সিপিএমের সঙ্গে জোট সম্ভাবনা প্রবলঃ হুমায়ুন

Published on: December 7, 2025
Humayun Kabir

প্রতিক্রিয়া দিলেন না অধীর

Humayun Kabir শুধুই মিম নয়, কংগ্রেস, সিপিএমের সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) নতুন দলের জোটের সম্ভাবনা প্রবল। রবিবার এমনই দাবি করলেন হুমায়ুন। ফলে নতুন করে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রাজনীতিতে হুমায়ুন চর্চা বেড়ে গেল। এক সময়ের কংগ্রেসের (Congress) গড় মুর্শিদাবাদে এখন ২০ টি আসন তৃণমূলের। বাকি দুটিতে বিজেপি। তবে কংগ্রেস বা সিপিএমের (CPM) বিধায়ক না থাকলেও এখনও জেলায় তাদের সংগঠন রয়েছে। গত লোকসভাতে কংগ্রেস ফরাক্কা, বহরমপুর সহ একাধিক আসনে এগিয়ে ছিল। সিপিএম এগিয়ে রানীনগরে। কংগ্রেস, সিপিএমের মিছিল, জনসভাতে ভিড় হয়। বাবরি মসজিদের শিলান্যাসে সাড়া ফেলে দিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে সাসপেন্ড হওয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের। রাজ্যের বিভিন্ন জায়গা, অসম সহ একাধিক রাজ্য থেকে তাঁর কাছে বার্তা আসছে।

Humayun Kabir

আরও পড়ুনঃ Humayun Kabir MIM: আসাদুদ্দিনের মিমের সঙ্গে জোট করে ভোটে লড়ার ঘোষণা হুমায়ুনের

Humayun Kabir হুমায়ুন আগেই ঘোষণা করেছেন, ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন। সেই দলে কারা থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। একইসঙ্গে কার সঙ্গে জোট করবেন হুমায়ুন তা নিয়ে আলোচনা চলছে। রবিবার হুমায়ুন বলেন, কংগ্রেসের সঙ্গে এখনও যোগাযোগ করিনি। সিপিএমের মহম্মদ সেলিম দায়িত্ব নিয়েছেন ওদের সঙ্গে কথা বলার। মুর্শিদাবাদে কংগ্রেস, সিপিএমের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা প্রবল। তাঁরা যদি আমার শর্ত মানে। তাঁদের শর্ত আমি মানব। তাঁরা তো শূন্যতে আছে। আর আমি সহ দুটো বিধায়ক থাকব আমার দলে। আমার দুই বিধায়ক। সিপিএম, কংগ্রেস, সেকুলার ফ্রন্টও জিরো। সেভাবে শর্ত হবে বলে নিজের গুরুত্ব বোঝাতে চেয়েছেন হুমায়ুন।

Humayun Kabir জেলার আরেকজন বিধায়ক কে?

Humayun Kabir ভরতপুরের বিধায়কের বক্তব্যের পর চর্চা, তাঁর সঙ্গে থাকবেন জেলার আরেকজন বিধায়ক কে? হুমায়ুন আরও বলেন, লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। যদি কংগ্রেস আমার সঙ্গে না আসতে চায়, বিধায়ক সংখ্যার নিরিখে কংগ্রেস শূন্য আছে, শূন্য থাকবে। যারা গত সপ্তাহে অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা বলছেন আপনি দল করুন। আপনার সঙ্গে থাকবো।

Humayun Kabir হুমায়ুন আগেই বলেছেন, তাঁর লড়াই বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে। তবে বলেন, লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স করা। এই নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই বিষয়ে যা বলার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলবেন।

উল্লেখ্য, এদিন তিনি জানিয়েছেন, হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে তাঁর কথা হয়েছে। ওয়াইসির দল মিমের সঙ্গে জোট করে লড়াই করবেন ভোটে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now