রবীন্দ্রনাথ কৈবর্ত্ত, সালারঃ কাজে এল না তৃণমূল নেতাদের হুঁশিয়ারি । সালারে নির্দল প্রার্থীদের হয়ে ভোট চেয়ে শেষ বেলার প্রচার সাড়লেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের সাফাই, নির্দল প্রার্থীরাও মমতা ব্যানার্জির সৈণিক। উন্নয়ন করতে হলে জেতাতে হবে বিধায়ক অনুগামীদেরই। মঙ্গলবার নিজের বিধানসভা এলাকা সালারে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে জেলা পরিষদের নির্দল প্রার্থীকে নিয়ে শেষ লগ্নের প্রচারে পদযাত্রায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। বৃহস্পতিবার জেলা পরিষদের নির্দল প্রার্থী আজাহারউদ্দিন সিজারের সমর্থনে সালার বাসস্ট্যান্ড থেকে পদযাত্রায় অংশ নেন হুমায়ুন কবীর । এদিন কাজীপাড়া, দফাদারপাড়া সব বিভিন্ন এলাকায় প্রচার সারেন হুমায়ুন কবীর। আজাহারউদ্দিন সিজারে নির্বাচনী প্রতীক ‘বাস’ চিহ্নেই ভোট দেওয়ার আবেদন জানালেন হুমায়ুন।
মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে ফের নির্দল প্রার্থী ও নির্দল প্রার্থীদের হয়ে প্রচার করা নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বহরমপুরে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনি সিংহ রায়, চেয়ারম্যান অপূর্ব সরকার । তৃণমূল নেতারা জানিয়েছেন, ইতিপূর্বে ১১ জন তৃণমূল কর্মীকে বহিষ্কার করা হয়েছিল এদিন আরও চারজনকে সাসপেন্ড করল তৃণমূল জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার বহরমপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থীদের সমর্থন নিয়ে এদিন আবারও সোচ্চার হন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়। তবে হুমায়ুন কবিরের প্রচারে পরিষ্কার দলের জেলা নেতাদের আপত্তিতে বিশেষ আমল দিচ্ছেন না তিনি।