এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir মুর্শিদাবাদে অশান্তি নিয়ে  হুমায়ুনের নিশানায় দল

Published on: April 13, 2025
Humayun Kabir

Humayun Kabir মুর্শিদাবাদে অশান্তি নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নিশানায় দল TMC । রবিবার হুমায়ুন কবির বলেছেন, “ সুতিতে দলের সভাধিপতির বাড়ি, বিধায়ক MLA  ইমানি বিশ্বাসের বাড়ি। এলাকার ৯ টা বিধায়ক তৃণমূলের। ওখানকার নির্বাচিত এমএলএ, প্রধান বাকিরা ছিল। তাঁদের নিয়ে সঠিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করার দরকার ছিল”।

Humayun Kabir তাঁর প্রশ্ন , “ জনপ্রতিনিধি হয়েছো, তুমি গিয়ে ঘরে বসে থাকবে। দিল্লিতে বসে থাকবে। তোমাদের কে রাজনীতি করতে বলেছে”।

হুমায়ুনের দাবি সাধারণ মানুষ আইন শৃংখলার অবনতি করলে বোঝানোর দায়িত্ব জনপ্রতিনিধিদের।

Humayun Kabir পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। তাঁর প্রশ্ন, প্রশাসন কেন পাঁচ থেকে আট হাজার মানুষকে একত্রিত হতে দিল ? তৃণমূল বিধায়কের দাবি, লোক জমায়েতের পর পুলিশ বলপ্রয়োগ করতে গিয়েছে। এতে পুলিশই আক্রান্ত হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now