এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Humayun Kabir অপূর্ব সরকারকে বেলাগাম আক্রমণ হুমায়ুন কবিরের ! আগামী দিনে বিপদ ?

Published on: October 14, 2025
Humayun Kabir

Humayun Kabir অপূর্ব সরকারকে বেলাগাম আক্রমণ হুমায়ুন কবিরের । বিজয়া সম্মিলনী মঞ্চেই উগড়ে দিলেন ক্ষোভ। চাঁছাছোলা ভাষায় দলেরই জেলা সভাপতিকে তীব্র আক্রমণ! ফের বিস্ফোরক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মঙ্গলবার ভরতপুরে বিজয়া সম্মেলনীর সভা মঞ্চ থেকেই বক্তব্য কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃনমূলের বিতর্কিত নেতা হুমায়ুন। কান্দির বিধায়ক ও বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃনমূলের সভাপতি অপূর্ব সরকারকে টার্গেট করে হুমায়ুন কার্যত চ্যালেঞ্জ ছোড়েন।

Humayun Kabir হুমায়ুনের নিশানায় অপূর্ব!

Humayun Kabir  হুমায়ুন কবির বলেন, “আমার ভাই অপূর্ব সরকারকে বলব নিজের চরকায় একটু বেশী তেল দেন ভাই। আপনার জায়গাটাও সুরক্ষিত রাখার একটু বেশী চেষ্টা করুন। নাহলে আগামি দিনে বিপদে আপনি পড়বেন। আমি চাইনা আপনি আবার চার বারের পরে পাঁচ বারের বেলায় কোনরকম ওই প্রমথেশ বাবুরা যখন তিন বার জিতেছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছিল, নুরুল ইসলাম চৌধুরীকে হারিয়েছিল, প্রদীপ মজুমদারকেও হারিয়েছিল, তারপরে তাঁর দাম্ভিকতা এসেছিল যে আমাকে আর কেউ হারাতে পারবে না। সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়েছি! কাজেই আমাকে কেউ হারাতে পারবে না। এটা ঠিক নয়”।

Humayun Kabir
অপূর্ব সরকারকে নিশানা হুমায়ুনের

আরও পড়ুন-

Humayun Kabir : ভরতপুরে হেরে গেলেন হুমায়ুন কবির !

Humayun Kabir হুমায়ুন কবির বরাবর তৃনমূলের চর্চিত নেতা। এর আগেও বহুবার একাংশের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তাঁকে। ক মাস পরেই বিধানসভা ভোট। হুমায়ুন কবিরের এই মন্তব্য কি তৃনমূলের অন্দরের অস্বস্তি বাড়াচ্ছে? প্রভাবিত করছে দলীয় কর্মীদের! উঠছে প্রশ্ন। তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now