Humayun Kabir ভরতপুরে হেরে গেলেন হুমায়ুন কবির !
নিজস্ব প্রতিবেদনঃ ভরতপুরে হেরে গেলেন হুমায়ুন কবির ! দাপুটে বিধায়ককে হারালেন প্রাক্তন ব্লক সভাপতি। তা নিয়েই শোরগোল রাজনৈতিক মহলে। এখনও পর্যন্ত ভরতপুরে (Bharatpur) ব্লক সভাপতির নাম ঘোষণা করেনি তৃণমূল নেতৃত্ব। ওয়াকিবহাল মহলের মতে, বিধায়ক হুমায়ুন কবিরের (Humayun Kabir) সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি টার্জেন ওরফে নজরুল ইসলামের দ্বন্দ্বের কারণেই প্রকাশ্যে আসেনি নতুন নাম।
সেই ভরতপুরে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতির দ্বন্দ্ব। সোমবার ছিল ভরতপুর ১ নম্বর ব্লক সমবায় কৃষি উৎপাদন ও বিপণন সমিতির ভোট । এই সমবায় সমিতি অনেক দিন ধরে ‘অকেজো’ ছিল। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ টি অঞ্চলের ৮ জন জন প্রার্থী। তার মধ্যে নির্বাচিত হয়েছেন ৬ জন। টার্জেনের দাবি, তার মধ্যে তাঁর অনুগামী ৫ জন জিতেছেন, ১ জন বিধায়কের অনুগামী। বিধায়ক চেষ্টা করেও ভাঙ্গাতে পারেননি।

Humayun Kabir Bharatpur TMC ভরতপুর ১ ব্লক সমবায় সমিতির পরিদর্শক সৈয়দ আরিফুল এলাহী এদিন বলেন, আজকে সমবায়ের নির্বাচনে মোট ৮ জন প্রার্থী ছিলেন। তার মধ্যে ৬ জন নির্বাচিত হয়েছেন। তাঁদের নাম হলো আব্দুল বারি, মীর আব্দুল্লা, হাবিবুর রহমান, মহম্মদ আলাউদ্দীন, আসমান আলি ও সুজন চন্দ্র ঘোষ।
৮ জন তৃণমূল কর্মী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টার্জেনের অভিযোগ, একক ভাবে সমবায় বোর্ড গঠন করতে চাইলেও বাধার সৃষ্টি করেছেন খোদ বিধায়ক হুমায়ুন কবীর। শিবির করে ৩ জনকে আলাদা ভাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছেন বিধায়ক।

Humayun Kabir Bharatpur TMC টার্জেন বলেন, ” আমাদের বিধায়ক হুমায়ুন কবীর ২-৩ জনকে নিয়ে সমান্তরাল শিবির করে আলাদাভাবে ভাবলেন জয়লাভ করাবেন। তিনি তাঁদেরকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দিলেন। ভেবেছিলাম এককভাবেই আমাদের এখানে নির্বাচন করবো। এখানে উনি বাধার সৃষ্টি করলেন। কিন্তু জয়লাভ আখেরে আমাদেরই হলো” ।
পাল্টা তোপ দেগেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির । প্রাক্তন ব্লক সভাপতির অভিযোগ উড়িয়েছেন বিধায়ক। তাঁর দাবি, সমবায়ে যারা ছিলেন তাঁরাই প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কেউ জিতেছেন, কেউ হেরেছেন। ফোনে বিধায়কের প্রতিক্রিয়া, ওই সব ফালতু লোকের বক্তব্যের কোনও জবাব আমি দেবো না।
বিধায়কের দাবি, সমবায় ভোট করা নিয়ে কোনও জায়গায় কারও সঙ্গে আমার কোনও আলোচনা ছিল না। প্রার্থীরা ৬টি করে ভোট দিতে পারেন। কেও ৬টি ভোট দিয়েছেন কেও ৪টি ভোট, কেও ৩টি ভোট দিয়েছেন। সমবায়ে যারা থাকেন তাঁরা কেও জিতেছেন, কেও হেরেছেন। ওঁর কিছু বলার থাকলে দলের কাছে বলবেন।
Humayun Kabir ভরতপুরে তৃনমূল বনাম তৃণমূল দ্বৈরথ অব্যাহত। ২৬ এর বিধানসভা ভোট । তার আগে এই কোন্দল কি অস্বস্তি বাড়াচ্ছে শাসক দলের অন্দরে? প্রশ্ন রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ Humayun Kabir ফের বিস্ফোরক হুমায়ুন কবির, বিডওকে ‘ওয়ার্নিং’, শোনালেন ট্র্যাক রেকর্ড









